এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অনৈতিক কাজের দায়ে বিজেপি থেকে বহিস্কৃত প্রভাবশালী নেতা! কৃষিবিল নিয়ে বৃহত্তর আন্দোলনে তৃণমূল

অনৈতিক কাজের দায়ে বিজেপি থেকে বহিস্কৃত প্রভাবশালী নেতা! কৃষিবিল নিয়ে বৃহত্তর আন্দোলনে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে রয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে দলের গায়ে কোন রকম কলঙ্কের কালিমা লেপনের ঝুঁকি নিতে ইচ্ছুক নয় রাজ্যের প্রধান প্রধান বিরোধী দল বিজেপি। একারণেই একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য আবুল হোসেনকে দল থেকে বহিষ্কার করলো বিজেপি।

বিজেপি সূত্র থেকে জানা গেছে, বিজেপি দলের সংখ্যালঘু সেলের নেতা তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির জনৈক সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে দীর্ঘ সময় একাধিকবার দুর্নীতির বিভিন্ন অভিযোগ এসেছে। একাধিক দুর্নীতি, তোলা আদায় ও বিভিন্ন অনৈতিক কাজ কর্মের অভিযোগ এসেছিল ছিল তার ওপরে। তাঁর বিরুদ্ধে আসা এমন এনেক অভিযোগের কথা জানালেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন।

একাধিক অভিযোগের কারণে দল থেকে বহিষ্কার করে দেয়া হলো বিজেপির সংখ্যালঘু সেলের নেতা আবুল হোসেনকে। স্থানীয় তৃণমুল সূত্রে জানা গেছে যে, বিজেপির বহিস্কৃত এই নেতার তৃণমূল দলে যোগ দানের একটা সম্ভাবনা আছে। তবে বহুবার চেষ্টা করেও বহিস্কৃত এই বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অন্যদিকে বিবাদ, বিতর্ক ,বিরোধের মধ্যে দিয়ে সম্প্রতি সংসদে পাস্ হলো কেন্দ্র সরকার প্রণীত নয়া কৃষি বিল। কেন্দ্রীয় সরকারের আনীত এই কৃষি বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলায় আগামীকাল মঙ্গলবার থেকে এই জেলার বিভিন্ন হাটে পথসভা ও মিছিল করার সিদ্ধান্ত নিল তৃণমূল কিষাণ খেত মজদুর সংগঠন। নয়া কৃষি বিলের বিরুদ্ধে তারা এই জেলার বিভিন্ন হাট গুলিতে কৃষিপণ্য বিপণনের উদ্দ্যেশে আসা কৃষকদের হাতে লিফলেট বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে সঙ্গেই বিভিন্ন মানুষের বাড়ি গিয়েও তাঁরা এই লিফলেট বিলি করবেন। একটানা ১৫ দিন ধরে তাঁরা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের এই কর্মসূচি উপলক্ষে গতকাল ফালাকাটায় তৃণমূল ব্লক পার্টি অফিসে তৃণমূলের কৃষক সংগঠন তাদের প্রস্তুতি সভার আয়োজন করেছিল। তৃণমূল দলের কৃষক সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ রায় এ প্রসঙ্গে জানালেন যে, কেন্দ্রীয় সরকারের এই নয়া কৃষি বিল কৃষকদের সর্বনাশ ডেকে আনতে চলেছে। এই বিলের জন্য কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণের অধিকারী হবে বেসরকারি সংস্থাগুলো। কৃষকরা বঞ্চিত হবেন সহায়ক মূল্য থেকে। এ কারণেই কৃষকদের স্বার্থবিরোধী এই বিলের বিরুদ্ধে আগামী মঙ্গলবার থেকে প্রচারে নামছেন তাঁরা।

অন্যদিকে কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে পাল্টা প্রচারে নামছে চলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানান, নয়া কৃষি বিলের সমর্থনে প্রচারে নামছেন তাঁরা। এর পাশাপাশি রাজ্য সরকারের প্রতি তাঁর প্রশ্ন, ” গত এক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কৃষক নিধি সম্মান প্রকল্পে প্রতিমাসে এ রাজ্যের কৃষকরা কেন ৬০০০ টাকা করে পেলেন না। ”

এভাবে একদিকে দুর্নীতির দায়ে বিজেপি নেতাকে বহিস্কার, অন্যদিকে কেন্দ্রীয় কৃষি বিল নিয়ে পরস্পর বিরোধী দুই রাজনৈতিক শিবিরের পরস্পরের বিরুদ্ধে অবস্থান। এই সবকিছু নিয়েই সরগরম হলো জেলার বিভিন্ন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!