এখন পড়ছেন
হোম > জাতীয় > মধুচন্দ্রিমা শেষ? মোদীকে এবার বড় ধাক্কা দিতে চলেছেন জনপ্রিয় এই নেতা?

মধুচন্দ্রিমা শেষ? মোদীকে এবার বড় ধাক্কা দিতে চলেছেন জনপ্রিয় এই নেতা?

বহু দিন ধরে চেয়ে আসা ‘স্পেশ্যাল স্টেটাস’ বা বিশেষ অধিকার না পাওয়ার কারণে মাত্র কদিন আগেই এনডিএ জোট ছেড়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। এদিন একই দাবি তে মুখর হলেন এনডিএ-র অন্যতম শরিক বিহারের জেডি(ইউ) । জেডি(ইউ) নেতা নীতীশ কুমার নিজে কোনো দাবি না করলেও, তাঁর প্রতিনিধি জেডি(ইউ) নেতা কে সি ত্যাগী বললেন, ”নীতীশ কুমার বহু আগে থেকেই বিহারের জন্য বিশেষ অধিকারের দাবি করে আসছেন। এ বার আমরা সেই দাবি নিয়ে লড়াই করব।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গোটাটা নীতীশ কুমারেরই কৌশল।

নিজে থেকে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা না বলে, তিনি এগিয়ে দিয়েছেন দলেরই রাজ্যসভা সাংসদ ত্যাগীকে। অন্ধ্রপ্রদেশের পর বিহার একই দাবিতে সোচ্চার হয়ে ওঠায় কেন্দ্রীয় বিজেপি শিবির কার্যতই চাপের মুখে। প্রসঙ্গত উল্লেখ্য এতদিন ধরে অন্ধ্রপ্রদেশের সাথে তুলনা করে আরজেডি নেতা তেজস্বী যাদব বার বার মন্তব্য করেছেন, ”বিজেপির হাতে পড়ে নীতীশ স্পেশ্যাল স্টেটাসের দাবি ভুলে গিয়েছেন।” মনে করা হচ্ছে এমত অবস্থায় চন্দ্রবাবুর এনডিএ জোট ত্যাগের সিন্ধান্ত নীতীশের উপরও চাপ বাড়িয়ে দেয়। এখন অন্ধ্রপ্রদেশ, বিহারের পর পাঞ্জাব আর পশ্চিমবঙ্গের মতো ঋণগ্রস্ত রাজ্য গুলিও যদি বিশেষ অধিকারের দাবিতে সরব হয় দেশবাসী ও সরকারের জন্য নতুন করে চমকের কিছু থাকবে না ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!