এখন পড়ছেন
হোম > জাতীয় > ১ কোটি টাকা দিলে ‘উন্নাও-কান্ড’ চাপা পরে যাবে, ‘বিজেপি নেতা ও সিবিআই অফিসারের’ ফোন

১ কোটি টাকা দিলে ‘উন্নাও-কান্ড’ চাপা পরে যাবে, ‘বিজেপি নেতা ও সিবিআই অফিসারের’ ফোন


অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা। উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের স্ত্রী লক্ষ্নৌ নিবাসী সঙ্গীতা সিং-এর কাছে একটা ফোন এসেছিলো। সেই ফোনের ওপারের কন্ঠ জানায়, ১ কোটি টাকা ঘুষ দিলেই তাঁর স্বামীর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হবে! কে ফোন করছেন? জনৈক অজ্ঞাত কন্ঠস্বর নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিয়ে জানায় ঘুষের টাকা এক সিবিআই কর্তাকে দিতে হবে বলে জানান। সঙ্গীতাদেবী বিরাট অঙ্কের এই টাকা দিতে অসম্মত হলে টাকার পরিমাণ কমে হয় ৫০ লক্ষ টাকা। এই ঘটনার পরদিন সিবিআই কর্তা রাজীব মিশ্র’র পরিচয় দিয়ে আরেকটি ফোন আসে।

এই দ্বিতীয় ‘শ্রীমানও’ ঘুষের বিনিময়ে অভিযুক্ত বিধায়ককে ছাড়ানোর উপায় বের করবেন এমন প্রস্তাব দেন। ৭ ই মে লক্ষ্নৌ-এর সিবিআই অফিসে আসতে বলা হয় সঙ্গীতাদেবীকে। পর পর দুদিনে একই জিনিস ঘটার কারণে স্বাভাবিকভাবেই সন্দেহ হয় তাঁর। তিনি এই দুই পৃথক ঘটনার কথা জানিয়ে গাজীপুর থানায় অভিযোগ করেন। ঐ ফোন নম্বর দুটি ট্র্যাক করে পুলিশ অলোক ও বিজয় নামক দুই ঠকবাজের সন্ধান পায়। গত বৃহস্পতিবার পুলিশ তাদের গ্রেপ্তার করে। লক্ষ্নৌ-এর এসএসপি দীপক কুমার এই কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এমনিতেই উন্নাও-গণধর্ষণ মামলায় জাতীয় রাজনীতি তোলপাড়, তার উপরে ওই একই মামলায় এবার আসরে নকল বিজেপি নেতা ও সিবিআই অফিসারের আবির্ভাব হওয়ায় নতুন করে জটিলতা বাড়ল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!