এখন পড়ছেন
হোম > জাতীয় > হিটলিস্টে নাম আরো অনেক ‘মুক্তমনার’, গৌরী লঙ্কেশের পরিণতি হতে পারে আরো অনেকের

হিটলিস্টে নাম আরো অনেক ‘মুক্তমনার’, গৌরী লঙ্কেশের পরিণতি হতে পারে আরো অনেকের


কিছুদিন আগেই ব্যাঙ্গালোরে নিজের বাসভবনে প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশকে নৃশসংস ভাবে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার পর নিন্দার তীব্র ঝড় উঠেছিল জাতীয় রাজনীতিতে। সম্প্রতি গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অমল কোলের কাছ থেকে উদ্ধার হওয়া এক ডায়েরি দেখে চক্ষু চড়কগাছ! সেখানে অন্তত ১০ জন বিশিষ্ট ব্যক্তির নামের একটি তালিকা পাওয়া গেছে। যে তালিকায় নাম আছে প্রয়াত গৌরী লঙ্কেশেরও, এমনকি নাম পাওয়া গেছে ইতিমধ্যেই গৌরী লঙ্কেশের মতই খুন হয়ে যাওয়া এম এম কালবুর্গি,নরেন্দ্র দাভোলরকর, গোবিন্দ পানেসর-এর। এমনকি তাঁদের মৃত্যু সংক্রান্ত তথ্যও রয়েছে ওই ডায়েরিতে। ফলে পুলিশ একপ্রকার নিশ্চিত উদ্ধার হওয়া ডায়েরিটি আদতে হিটলিস্ট এবং তালিকায় থাকা অন্যান্যরাও নিরাপদ নন। প্রসঙ্গত, গৌরী লঙ্কেশের বন্ধুরা ইতিমধ্যেই জানিয়েছেন যে হত্যাকারীদের অনেকেই এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে ওই ডাইরি থেকেই জানা যাচ্ছে, ‘হিটলিস্ট’ অনুযায়ী পরবর্তী ‘টার্গেট’ অধ্যাপক কেএস ভগবান ও নিদুমামিদি মঠের প্রধান বীরভদ্র চেন্নামেল। এদিকে মঠের চারিদিকে একটি নম্বরহীন স্কুটার বিগত বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এমনকি ওই স্কুটারটিকে ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্তেও ঘুরে বেড়াতে দেখা গেছে। গোটা ঘটনায় রীতিমত চিন্তিত ব্যাঙ্গালোর পুলিশ। তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নিয়ে একদিকে যেমন সেই স্কুটারটির উপর নজরদারি শুরু হয়েছে, অন্যদিকে তেমনই অধ্যাপকের বাড়ির বাইরে ও মঠের বাইরেই শুধু পুলিশি প্রহরা বসিয়ে ক্ষান্ত হয় নি, তালিকার বাইরে থাকা আরো ২৬ জন বুদ্ধিজীবীকে বিশেষ নিরাপত্তাও দেওয়া হচ্ছে। যদিও অধ্যাপক বা মঠ-প্রধান এই তালিকায় নাম থাকা বা পুলিশি প্রহরা নিয়ে বিশেষ চিন্তিত নন, তাঁরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এবং স্বাধীনভাবেই কাজ চালিয়ে যেতে চান। কিন্তু কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় ব্যাঙ্গালোর পুলিশ, বুদ্ধিজীবীদের নিরাপত্তা যতটা সম্ভব আঁটোসাঁটো করে তাঁদের প্রাণরক্ষা করায় এখন তাঁদের প্রধান লক্ষ্য। বিশেষ করে কাশ্মীরে সাংবাদিক সুজাত বুখারির নৃশংস হত্যার পর আরো বেশি সচকিত তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!