এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আবারো করোনা আক্রান্ত প্রভাবশালী তৃণমূল নেতা! ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে শাসক শিবিরে!

আবারো করোনা আক্রান্ত প্রভাবশালী তৃণমূল নেতা! ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে শাসক শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে যা ইতিমধ্যেই সবাই জানে। রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যাও তুলনামূলকভাবে বেড়ে চলেছে প্রায় প্রতিদিন। এমনকি এতদিন ধরে যে অঞ্চলগুলিকে এতদিন গ্রীনজোনের আওতায় রাখা ছিল বর্তমানে রাজ্য সরকারের আশংকাকে চতুর্গুণ করে সেগুলো এখন রেড জোনে পরিবর্তিত হয়েছে। এই অবস্থায় অবশ্য শাসকদলের চিন্তা বাড়াচ্ছে অন্য প্রসঙ্গ। একের পর এক শাসকদলের মন্ত্রী থেকে কর্মী অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন।

এখনো পর্যন্ত বহু পুলিশ কর্মী, ডাক্তার, নার্স, সাধারণ মানুষ যেভাবে করোনা আক্রান্ত হয়েছেন, ঠিক সেভাবেই এবার একের পর এক শাসকদলের নেতা, কর্মীরাও আক্রান্ত হচ্ছেন। এর আগে তৃণমূল মন্ত্রী সুজিত বসু, তৃণমূলের কোষাধক্ষ্য তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের ও পানিহাটিতে নির্মল ঘোষের ছেলে তথা যুব তৃণমূলের সহ-সভাপতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সুজিত বোস বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও তমনোশবাবুর অবস্থা যথেষ্ট আশংকাজনক বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সুজিতবাবুকে এখনো 14 দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর। আর এবার আরও চিন্তা বাড়িয়ে ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতিও করোনায় আক্রান্ত হলেন। এই পরিস্থিতিতে আলিপুরের নব প্রশাসনিক ভবনের দোতলার জেলা পরিষদের অফিসটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন ধরে তৃণমূলের এই প্রভাবশালী নেতা সপার্ষদ জেলা পরিষদের তিনতলায় পূর্ত কর্মাধ্যক্ষর জন্য নির্দিষ্ট ঘরে বসে বাস্তুকার, ঠিকাদার ও অন্য কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। এখনো পর্যন্ত সব মিলিয়ে 15 জন কর্মী কোয়ারেন্টাইন রয়েছেন বলে খবর।

অন্যদিকে জানা গেছে, জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক ও কর্মাধ্যক্ষ, বাস্তুকারদের ঘর নিয়ম মেনে স্যানিটাইজ করা চলছে। অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, উত্তর 24 পরগনা জেলা পূর্ব যুব তৃনমূলের সহ-সভাপতি তথা বিধায়ক নির্মল ঘোষের পুত্র সম্প্রতি আমফান ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন কয়েকদিন আগে। এই এই যুবনেতার সঙ্গে নৈহাটি, ব্যারাকপুর, বারাসাত, পানিহাটি এলাকার যুব তৃনমূলের বহু কর্মী গিয়েছিলেন। ত্রাণ দিয়ে ফিরে আসার কয়েক দিন পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেটাই শাসকদলের সবথেকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!