এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আন্তর্জাতিক মানচিত্রে বাড়ছে মোদীর জনপ্রিয়তা, ভিন দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যে জল্পনা!

আন্তর্জাতিক মানচিত্রে বাড়ছে মোদীর জনপ্রিয়তা, ভিন দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভারতবর্ষের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজত্বে কেউ খুশি নয় বলে দাবি করতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। এক্ষেত্রে করোনা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় কেন্দ্রের শাসক দল এবং প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধীরা। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তা আবার স্পষ্ট হয়ে গেল‌।

যেখানে ইজরায়েলের নয়া প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ওপর জোর দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার বার্তা দিলেন। স্বাভাবিক ভাবেই দেশের মাটিতে নরেন্দ্র মোদিকে যতই কটাক্ষ করুক বিরোধীরা, বিদেশে ভারত সম্পর্কে যে ভালো বার্তা যাচ্ছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে যে ইচ্ছুক সেই দেশের শাসকবর্গ, তা বলাই যায়।

বস্তুত, সম্প্রতি ইজরায়েলে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট। আর তারপরেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে একটি টুইট করে তিনি লেখেন, “ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের 30 বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।” এদিকে নরেন্দ্র মোদীর এই ধরনের বন্ধুত্বপূর্ণ বার্তা পেয়ে পাল্টা তার সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানিয়ে দেন ইজরায়েলের নয়া প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে নাফতালি বেনেট বলেন, “দুই দেশের থাকা উষ্ণ এবং অসামান্য সম্পর্ক আরও মজবুত করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করতে চাই। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।” স্বাভাবিক ভাবেই ভারতবর্ষের সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রীর কাজ করার ইচ্ছা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে অনেকটাই গ্রহণযোগ্য জায়গায় পৌঁছে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ ভারতের মাটিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে বিরোধীদের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, বিশ্বের মাটিতে যে তিনি যথেষ্ট জনপ্রিয়, তা এই ঘটনা থেকেই পরিষ্কার বলে দাবি করছেন একাংশ।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দুই দেশের সম্পর্কে অনেকটাই উন্নতি ঘটবে। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই তাকে শুভেচ্ছা জানিয়ে ভারতের সঙ্গে যাতে সুসম্পর্ক থাকে, তার চেষ্টা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখন তার সুফল পেতে শুরু করল ভারত। যেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার জন্য তিনি অত্যন্ত আগ্রহের সহিত অপেক্ষা করছেন বলে জানিয়ে দিলেন নাফতালি বেনেট। সব মিলিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কবে মুখোমুখি সাক্ষাৎ হয় নরেন্দ্র মোদীর এবং সেই সাক্ষাতে কি আলোচনা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!