এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতকে হুমকি দিয়ে জেলে যাওয়া তৃণমূল নেতা কি বিজেপির পথে? প্রাক্তন সাংসদের পোস্টে জল্পনা

অনুব্রতকে হুমকি দিয়ে জেলে যাওয়া তৃণমূল নেতা কি বিজেপির পথে? প্রাক্তন সাংসদের পোস্টে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মুখে রা কাটতে দেখা যায় না বিরোধীদের নেতাদের, সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছিলেন গুসকরা পৌরসভার তৃণমূলের বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। যেখানে অনুব্রতবাবুর বিরুদ্ধে তার সহধর্মিণীর অসুখের সময় তিনি কুড়ি লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু এখনও তা ফেরত দেননি বলে অভিযোগ করেছিলেন সেই তৃণমূল নেতা।

আর এর পরেই পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় সেই নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে। এদিকে তৃণমূলের এই বিদ্রোহী নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরব হতে না হতেই সেই নিত্যানন্দবাবুকে বিজেপিতে স্বাগত জানানোর কথা শোনা গেল প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অনুপম হাজরার গলায়। যাকে ঘিরে এখন ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

বস্তুত, কুড়ি লক্ষ টাকা ফেরত চেয়ে অনুব্রত মণ্ডলকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়। আর তার পরেই তিনি বলেন, “কেষ্ট মণ্ডলকে তার স্ত্রীর অসুখের সময় কুড়ি লক্ষ টাকা ধার দিয়েছিলাম। বলেছিলাম তিন-চার মাসের মধ্যে ফেরত দেবেন। বিশ্বাস করে দিয়েছিলাম। কিন্তু এখন তা ফেরত দিতে অস্বীকার করছেন। আমার কাছে ধার নেওয়ার প্রমাণ আছে। তবু উনি দিচ্ছেন না। তাই হুমকি দিয়েছি। টাকা আমার ফেরত চাই। প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব।”

যদিও বা নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূম জেলায় যে অনুব্রত মণ্ডলের দাপটে কার্যত বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নিত্যানন্দ চট্টোপাধ্যায় রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন বঙ্গ রাজনীতিতে। আর এবার সেই নিত্যানন্দ চট্টোপাধ্যায়কেই বিজেপিতে স্বাগত জানানোর কথা শোনা গেল প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অনুপম হাজরার গলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন, “এতদিন অনুব্রত মণ্ডলের পুলিশকে বোমা মারার কথা শুনেছি। এবার তাকে দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে জানলাম। সেই সঙ্গে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা আবারও প্রকাশ্যে এল।” স্বাভাবিকভাবেই নিত্যানন্দবাবু অনুব্রতবাবুর বিরুদ্ধে মন্তব্য করার পর একসময় তৃণমূলের অন্যতম সৈনিক তথা অনুব্রত মণ্ডলকে “কাকু” বলে ডাকা অনুপম হাজরা যেভাবে সেই নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে ফেসবুক পোস্টের মাধ্যমে বিজেপিতে স্বাগত জানালেন, তাদের নিত্যানন্দ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন অনুব্রত মণ্ডলের অস্বস্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাহলে কি সত্যি সত্যিই নিত্যানন্দ চট্টোপাধ্যায় এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? বিধানসভা নির্বাচনের আগে যদি এই রকম ঘটনা ঘটে, তাহলে অনুব্রত মণ্ডলের শক্তঘাঁটিতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী বলে যে গর্ব করত শাসকদল, তা অনেকটাই বেলুনের মতো ফুলে আবার ফেটে যাবে বলেই মনে করছে বিরোধীরা। এখন দেখার বিষয়, নিত্যানন্দ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরও কি কি বোমা ফাটান এবং তারপর তিনি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা! যার দিকে নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!