এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বীরভূমের পর এবার নদীয়াতেও নিজের পছন্দের উপহার পেলেন অনুব্রত

বীরভূমের পর এবার নদীয়াতেও নিজের পছন্দের উপহার পেলেন অনুব্রত


বিতর্কিত মন্তব্য করে আগে থেকেই সংবাদ শিরোনামে ছিলেন বীরভূমের সভাপতি অনুব্রত মন্ডল। আর তারপর পাচন বাড়ি মারার নিদান দিয়ে আরো বিখ্যাত হয়ে যান কর্মী মহলে। পাচন বাড়ি মারার নিদান কর্মীদের এতটাই পছন্দ হয় যে তাঁকে উপহারস্বরূপ পঞ্চনবাড়িও দেওয়া হয়। বীরভূমে এই উপহার পেয়ে আপ্লুতও হন জেলা সভাপতি।

সদ্য নদিয়ার দায়িত্ব পেয়েছেন তিনি। আগে কয়েকবার এসেছিলেন। আগে একদিন সভা করতে এসে সভায় উপস্থিত হন কিন্তু উত্তরীয় পরিয়ে বরণ করতেই উত্তরীয় ছুড়ে ফেলে দিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন। বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি নাখুশ। আর এবার আর নাদিয়া নেতৃত্ব কোনোপ্রকার বিঘ্ন চাননি। তাই দিদির প্রিয় ভাই ‘কেস্টার’ মন রাখতে তাঁকে তাঁর পছন্দের উপহার দিলেন। আর উপহার পেয়েই আনন্দিত বীরভূম সভাপতি হাসিমুখে জানালেন “এবার উর্বর জমি চাষ হবে। একবার পিঠে পড়লে না !” সাথেই হাফ ছেড়ে বাঁচলেন নদীয়া তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নাদিয়া নিয়ে অখুশি স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নাদিয়াকে উদ্ধার করতে তাঁর অন্যতম যোগ্য সৈনিক অনুব্রত মন্ডলের হাতে দ্বায়িত্ব তুলে দেন।আর দায়িত্ব পাওয়ার পর একাধিকবার নদিয়া ঘুরে গেছেন অনুব্রত। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পঞ্চায়েত ভোটে কেন দল পিছিয়ে ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলাস্তরের নেতা, রেয়াত করেননি কাউকেই।

গতকাল কৃষ্ণনগর কারবালা ময়দানে তৃণমূলের মিছিলে অনুব্রত মন্ডল উপস্থিত ছিলেন। আর সেখানেই তাঁর হাতে পিতলের পাঁচন তুলে দেওয়া হয়। কর্মীদের চাঙ্গা করতে তাঁর জুড়ি নেই।

এদিন ও সেই একই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে, “পাঁচন ছাড়া ভোট হয় নাকি ? শিরদাঁড়ায় পাঁচনের বাড়ি পড়লে… আহ কী আরাম।” এদিন তিনি ও দাবি করেন যে নদিয়ায় ১০০-র মধ্যে ৯০ জন তৃণমূলের সমর্থক।

অন্যদিকে, যোগী আদিত্যনাথের সভা বাতিল নিয়েও মুখ খোলেন। তিনি বিজেপিকজে কটাক্ষ করে বলেন যে, “ওর সভায় তো লোকই হত না। তাই বাতিল করে দিয়েছে। আমাদের নামে দোষ দিয়ে লাভ নেই।” সব মিলিয়ে ফের পাঁচন নিয়ে নয়া আশা নদিয়ায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!