এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার অনুব্রত গড়ে দাঁড়িয়ে কড়া ভাষায় আক্রমণ ফিরিয়ে দিলেন হেভিওয়ের বামনেতা

এবার অনুব্রত গড়ে দাঁড়িয়ে কড়া ভাষায় আক্রমণ ফিরিয়ে দিলেন হেভিওয়ের বামনেতা

এবার অনুব্রতের গড়ে দাঁড়িয়েই চাঁচাছোলা ভাষায় নাম না করেই অনুব্রত বাবুকেই তোপ দাগলেন প্রভাবশালী বামনেতা। এতোদিন বাংলার রাজনৈতিক ক্ষেত্রে বিজেপি বনাম তৃণমূলের পারস্পরিক আক্রমণেরই সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার এই তালিকায় নিজেদের অস্তিত্ব জানান দিল বামফ্রন্টও। ৩৪ বছর ধরে যারা বাংলা শাসন করেছে,তাঁদের প্রদীপই আজ নিভুনিভু। ক্ষয়িষ্ণু সংগঠন নিয়ে রাজ্যে কোনভাবে টিকে রয়েছে বামফ্রন্ট। তৃণমূল ক্ষমতায় আসার পর দিন দিন বামেদের শক্তি তলানিতে গিয়ে ঠেকেছে। তবে ১৯ এর লোকসভা ভোটে ফের একবার ঘুরে দাঁড়ানো চেষ্টায় রয়েছে বামেরা। আর সেই ইঙ্গিত দিতেই এদিন গর্জে উঠতে দেখতে দেখা গেল কৃষক সভার সর্বভারতীয় সভাপতি তথা প্রাক্তন সংসদ সদস্য হান্নান মোল্লাকে। তাও আবার সেই তৃণমূল নেতার বিরুদ্ধে যার কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করার রেকর্ড রয়েছে। শুধু অনুব্রত বাবুর বিরুদ্ধেই নয়,কেন্দ্রের মোদীসরকারেরও তীব্র সমালোচনা করলেন এই বাম নেতা।

লোকসভা ভোটকে টার্গেট করে মহারাষ্ট্রের অনুকরণে এদিন বীরভূমের চারটি প্রান্ত থেকে লং মার্চ করেন সিপিএম নেতারা। আগামী ২ অক্টোবর সেই লং মার্চ গিয়ে পৌছাবে সিউড়ি জেলা স্কুল মাঠে। সেখানেই হেভিওয়েট বামনেতা সূর্যকান্ত মিশ্রের জনসভার মাধ্যমেই কর্মসূচির ইতি টানা হবে। আর এদিন সকালে নলহাটির কাঁটাগড়িয়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধণ করলেন হান্নান মোল্লা। সভায় উপস্থিত ছিলেন সিপিএমের কোন্দ্রীয় কমিটির সদস্য রাম চন্দ্র ডোম,জেলা সম্পাদক মনসা হাঁসদা। উদ্বোধণী অনুষ্ঠানেই জেলা তৃণমূল সভাপতির নাম না করেই তাঁর সমালোচনা করলেন মোল্লাসাহেব। এবং মন্তব্য করতে শালীনতাকেও গ্রাহ্য করলেন না। বললেন,বীরভূমকে মডেল করে গোটা রাজ্যেই গনতন্ত্র ধ্বংস করছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যবাসী দেখেছে কীভাবে বোমা-বারুদ সহযোগে রাজ্যে সন্ত্রাস ছড়িয়েছে তৃনমূল। এরপর সাংবাদিকের সম্মুখীন হয়েও প্রাক্তন সংসদ সদস্য অনুব্রত বাবুকে কটাক্ষ করে বলেন,’অনুব্রত আগে নিজের স্বাস্থ্যটা কমাক। তারপর অন্যের কথা ভাববে। ওদের বিরুদ্ধে আজ গরিবরা রাস্তায় নেমেছে। কোনও গুন্ডার দয়ায় এই জেলায় সিপিএম এগবে না।’

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে অনুব্রত বাবুর এলাকায় দাঁড়িয়ে অনুব্রতবাবুর মতো একজন হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে মন্তব্য করাতে চুপ থাকেননি জেলা তৃণমূল সভাপতি। বাম নেতাকে পাল্টা দিলেন তিনিও। বললেন,ভদ্রতার অভাব রয়েছে হান্নান সাহেবের মধ্যে। এর পর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন,পরবর্তী সময়ে বীরভূমের মাটিতে পা রাখলে হান্নান মোল্লাকে উচিৎ শিক্ষা দেবেন তিনি। বাম-তৃণমূলের আক্রমণ-পাল্টা আক্রমণের নজির বহুদিন পর দেখল রাজ্যবাসী। গোটা ঘটনাটা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!