এখন পড়ছেন
হোম > রাজ্য > পুলিশ সুপারের সঙ্গে মাওবাদী যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন অনুব্রত মন্ডল

পুলিশ সুপারের সঙ্গে মাওবাদী যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন অনুব্রত মন্ডল

রাজ্যের পুলিশ প্রশাসনের ন্যায় পরায়নতার প্রসঙ্গে এবার আঙুল তুললেন শাসকদলের নেতা। তিনি আর কেউ নয় বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল স্বয়ং। তিনি সংশয় প্রকাশ করেছেন পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমারের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে। অনুব্রত বাবু দাবি করে বললেন ,”বীরভূমের মহম্মদবাজারে পুলিশ সুপারের জন্যই বাড়ছে মাওবাদীদের দৌরাত্ম্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

” প্রসঙ্গত উল্লেখ্য শনিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র পেশের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বীরভূমের মহম্মদ বাজার এলাকায়। এমনকি সেখানে বোমাবাজি, ইটবৃষ্টি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অনুব্রত বাবু এদিন জানিয়েছেন বিষয়টি তিনি দলের রাজ্য নেতৃত্বের কাছে উত্থাপন করবেন। তাঁর একথা বলার কারণ হিসেবে তিনি যুক্তি দিয়েছেন এদিন যাঁরা বিজেপির হয়ে গোলমালে জড়িয়েছেন বলে অভিযোগ, তাঁরা পাশের জেলা ঝাড়খণ্ড থেকে এসেছেন। এবং অনুব্রত বাবুর কথা অনুযাই ঐ কর্মীরা হিন্দিতে ‘জয় শ্রীরাম’ বলছিল। তাঁদের আসার মূল কারণই ছিলো বলপ্রয়োগ করে বেআইনি ভাবে মনোনয়নপত্র পেশ করা। আর তারা নিজেদের উদ্দেশ্যে সফল ও হয়েছেন বলে অনুব্রত বাবু দাবি করেছেন। এই সবকিছুই হয়েছে পুলিশ সুপারের চোখের সামনে বলে জানা গেছে। কিন্তু এতো কিছুর পরেও এই বিষয়ে বীরভূমের পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলীয় কর্মীদের পক্ষ নিয়ে অনুব্রত বাবু বললেন চাইলেই দলীয় কর্মীরা বিরোধীদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারতো কিন্তু যেহেতু রাজ্য নেতৃত্বের এই বিষয়ে নিষেধাজ্ঞা আছে তাই দলীয় কর্মীরা তা অমান্য করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!