এখন পড়ছেন
হোম > রাজ্য > বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে অনুব্রত মন্ডলের ‘বিশেষ’ উপহার

বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে অনুব্রত মন্ডলের ‘বিশেষ’ উপহার


মনোনয়ন প্রত্যাহারে মিলছে অনুব্রত মন্ডলের ‘বিশেষ’ উপহার।আর সেই উপহার হলো ‘গোলাপ-বাতাসা’। বীরভূমের নলহাটিতে মনোনয়ন প্রত্যাহারের পর বিরোধী দলের প্রার্থীদের হাতে জল, বাতাস তুলে দিলো রাজ্যের শাসকদল। এমনকি তাদের সম্বর্ধনা হিসাবে গোলাপও দেওয়া হয়। বীরভূমের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরে অধিকাংশ আসনেই শাসকদলের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আর গ্রাম পঞ্চায়েত স্তরে যা প্রতিদ্বন্দ্বী আছে তা পরিকল্পনা মাফিক মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে কমিয়ে এনেছে তৃণমূল শিবির। আর তাই এবার বিরোধী দলের যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের হাতে জল, বাতাস, গোলাপ তুলে দিয়েছে অনুব্রত মন্ডলের অনুগামীরা। জানা গেছে বিরোধীরা মনোনয়ন প্রত্যাহারের পর নলহাটি এলাকার বাউটিয়া,বানিওর ও কলিঠা গ্রাম পঞ্চায়েতে মোট আটটি আসনে ভোট হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন রামপুরহাটের তৃণমূল সভাপতি পিন্টু সিংহ জানান, “এই সমস্ত মানুষ প্ররোচনায় পা দিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁরা সরকারের উন্নয়নে সামিল হতেই শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। তাই আমরা তাঁদের সংবর্ধনা জানালাম।” এদিন সিপিমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বলেন, “যাঁরা রক্ত ঝরিয়ে, বোমা বারুদের সামনে দাঁড়িয়ে এতো ঝুঁকি নিয়ে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাঁরা উন্নয়নে সামিল হয়ে মনোনয়ন তুলে নিয়েছেন, এটা মিথ্যে কথা। পুলিশ এবং তৃণমূল দুর্বৃত্তরা যেভাবে প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে, তাতে বাধ্য হয়ে বিরোধী প্রার্থীরা এই কাজ করেছেন।”

আমাদের ফেসবুক পেজে কিছু টেকনিকাল প্রবলেমের জন্য নতুন নিউজ পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে, সবসময় সব পোস্ট করাও যাচ্ছে না। তাই নতুন নিউজ পড়তে  দয়া করে চোখ রাখুন সরাসরি আমাদের পোর্টালে, ক্লিক করুন এই লিঙ্কে – priyobandhu.com

কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ অভিযোগ সহকারে বলেন, “কাউকে খুনের হুমকি, আবার কাউকে জমি সম্পত্তি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে প্রত্যেকের মনোনয়ন প্রত্যাহার করিয়েছে। আমরা লড়াই করে কয়েকটি মনোনয়ন জমা করিয়েছিলাম। এখন সেগুলো তুলতে বাধ্য করেছে।” এদিকে বিজেপির জেলা পর্যবেক্ষক সমীরণ সাহার কথায়, “শাসক এবং পুলিশের সাঁড়াশি আক্রমণে অনেকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। যেখানে আমাদের শক্তি রয়েছে সেখানে দাঁতে দাঁত ঠেকিয়ে কর্মীরা পড়ে রয়েছেন। কিন্তু পুলিশ তাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!