এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চলল তীর, পড়ল বোমা – মনোনয়ন নিয়ে রণক্ষেত্র দুবরাজপুর

চলল তীর, পড়ল বোমা – মনোনয়ন নিয়ে রণক্ষেত্র দুবরাজপুর


বীরভূম জেলার মুরারই এলাকায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন সকালে যুদ্ধক্ষেত্রের আকার ধারণ করলো। হিংসার খবর পাওয়া গেছে দুবরাজপুর থেকেও। জানা গেছে এদিন সকালে মুরারইয়ের ব্লক অফিসের দিকে মিছিল করে যাচ্ছিল সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীরা। অভিযোগ উঠেছে রাস্তাতেই রাজ্যের শাসকদলের কর্মীরা বাধা দেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিপিএম প্রার্থীদের পুলিশ ও বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরেই এলাকায় ব্যাপক বোমাবাজি ও পরবর্তীতে তীরযুদ্ধও শুরু হয়। সিপিএম-এর জেলা সম্পাদক মনসা হাঁসদা অভিযোগের সুরে বললেন, প্রথমে তৃণমূল বোমা ছোড়ে। তারপর তাদের বাধা দেয় পুলিশ। এরপরেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী মুরারই ব্লক অফিসের সামনে বিজেপির প্রার্থীদের ওপরে আক্রমন করে। সূত্রের খবর অনুযায়ী, দুবরাজপুরেও মনোনয়ন জমা দিতে বড় মিছিল বের করেছে সিপিএম। উত্তেজনা রয়েছে সেখানেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!