এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত চিকিৎসা নিয়ে RTI হেভিওয়েট বিজেপি কেন্দ্রীয় নেতার ! প্রবল চাপে SSKM !

অনুব্রত চিকিৎসা নিয়ে RTI হেভিওয়েট বিজেপি কেন্দ্রীয় নেতার ! প্রবল চাপে SSKM !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   কিছুদিন আগেই কলকাতায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল তবে মাঝ রাস্তা থেকে তিনি হঠাৎই গাড়ি ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতা জনিত কারনে । বেশ কিছুদিন ধরেই হসপিটালে ভর্তি ছিলেন শারীরিক অসুস্থতার জন্য তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে সিবিআই দপ্তরে হঠাৎই তিনি হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল। 

তবে আবারো সিবিআই দপ্তর হাজিরের নির্দেশ আসতেই তিনি শারীরিক অসুস্থতায় বিশ্রামে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। যদিও আইনজীবী পাঠিয়ে প্রয়োজনীয় তথ্যাদি ও নথিপত্র পাঠিয়েছেন বলে জানা যায় সংবাদসূত্রে । উল্লেখ্য যে  এদিন এই কারণেই অনুব্রত মণ্ডলের হাত ধরেই একদা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করা অনুপম  অনুব্রত চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলে RTI করেন । তবে অনুপম হাজরা এখন বিরোধী শিবিরেরে নেতা বর্তমানে তিনি বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ।

আর এদিন  অনুব্রত চিকিৎসা নিয়ে এসএসকেএম হাসপাতালে তিনি আরটিআই করে তথ্য জানার অধিকার আইন 2005 অনুযায়ী তিনি জানতে চান অনুব্রত মণ্ডলের চিকিৎসা সঠিক হচ্ছে কি না ৷ এই প্রসঙ্গে এদিন বিজেপি কেন্দ্রীয় নেতা অনুপম বলেন, “সঠিক ভাবে চিকিৎসা না করার জন্যই এতবার অসুস্থ হয়ে পড়ছেন উনি (অনুব্রত) ৷ তাই কেন সঠিক চিকিৎসা হচ্ছে না জানতে চাইলাম ৷” তবে এখন দেখার বিষয় বিজেপির কেন্দ্রীয় কমিটি সদস্যের আরটিআই এর কি উত্তর দেয় SSKM কর্তৃপক্ষ সেদিকেই নজর সকলের ।  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!