এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতর ঘুম উড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন হেভিওয়েট নেতা পরবর্তী গন্তব্য কি বিজেপি?

অনুব্রতর ঘুম উড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন হেভিওয়েট নেতা পরবর্তী গন্তব্য কি বিজেপি?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম জেলায় তার দাপটে বাঘে গরুতে কার্যত এক ঘাটে জল খায়। কিন্তু এবার সেই বীরভূমে অনুব্রত মণ্ডলের খাসতালুকে শাসকদলের অন্দরমহলে ভাঙ্গন দেখা দিল। সূত্রের খবর, এবার দলের ওপর ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন 15 বছরের কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর আব্বাস হোসেন।

স্বাভাবিকভাবেই বীরভূমের রামপুরহাট পৌরসভার দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলরের এইভাবে দলত্যাগকে কেন্দ্র করে এবার ব্যাপক অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। যেখানে অনুব্রত মণ্ডলের দাপটে বিরোধীরা কার্যত এই জেলায় মাথা তুলতে পারে না বলে নানা সময় অভিযোগ ওঠে, সেখানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জনপ্রতিনিধির এইভাবে দলত্যাগ যে জেলা নেতৃত্বকে কার্যত বেকায়দায় ফেলে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল এই আব্বাস হোসেনের। আর তারপরেই এদিন দলত্যাগ করার কথা জানিয়ে দেন তিনি। যেখানে ইতিমধ্যে নিজের এই সিদ্ধান্তের কথা তিনি রামপুরহাটে তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

স্বাভাবিকভাবেই রামপুরহাট পৌরসভার 15 বছরের কাউন্সিলার এভাবে দলত্যাগ করায় এখন তিনি নতুন কোনো দলে যোগ দেবেন কিনা, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। যদি বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন, তাহলে তা যে শাসকদলের কাছে আরও অস্বস্তির কারণ হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই আব্বাস হোসেনের সঙ্গে রামপুরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসন অশ্বিনী তিওয়ারির সামঞ্জস্যের যথেষ্ট অভাব রয়েছে। যেখানে অশ্বিনীবাবুর বিরুদ্ধে একা কাজ করার অভিযোগ তুলেছেন তিনি। আর তারপরেই এদিন দলত্যাগ করার কথা জানিয়ে দেন এই তৃণমূল নেতা।

এদিন এই প্রসঙ্গে আব্বাস হোসেন বলেন, “প্রশাসক নিজের ইচ্ছা মত কাজ করছে। দলে যোগ্যদের সম্মান দেওয়া হচ্ছে না। তৃণমূল স্তরে কর্মীরা সম্মান পাচ্ছেন না। এই নিয়ে উচ্চ নেতৃত্বকে বারবার জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। তাই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর থেকে আমি আর দলে নেই।” তবে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেও এখন তিনি নতুন কোনো দলে যোগ দেবেন কিনা, তা খোলসা করেননি আব্বাস হোসেন‌।

তবে তিনি যদি গেরুয়া শিবিরে নাম লেখান, তাহলে তৃণমূলের পক্ষে তা যে অত্যন্ত চাপের হয়ে দাঁড়াবে, তা বলাই বাহুল্য। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। যেভাবে অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে বিধানসভা নির্বাচনের আগে এক হেভিওয়েট নেতা দলত্যাগ করলেন, তাতে জেলা নেতৃত্ব এখন কি পদক্ষেপ গ্রহণ করে, তার দিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!