এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত গড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন জনৈক তৃণমূল কর্মী, জঙ্গল থেকে উদ্ধার হল অনেকগুলি তাজা বোমা।

অনুব্রত গড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন জনৈক তৃণমূল কর্মী, জঙ্গল থেকে উদ্ধার হল অনেকগুলি তাজা বোমা।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে প্রবলভাবে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ। মারামারি, খুনোখুনি, বোমাবাজি এখন প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে, গতকাল রাতে বীরভূম জেলার রামপুরহাটে গুলি করে হত্যা করা হলো জনৈক তৃণমূল কর্মীকে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় অভিযুক্ত করা হলো বিজেপিকে। তবে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে বীরভূম জেলার নানুর থেকে উদ্ধার হয়েছে কুড়িটি তাজা বোমা। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য।

গতকাল রাতে বীরভূম জেলার রামপুরহাটে স্থানীয় পঞ্চায়েত উপ প্রধানের ভাই বাবর শেখকে গুলি করে হত্যা করা হয়। একটি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তার ওপর চড়াও হয় কিছু দুষ্কৃতী। মোটর সাইকেলে বসা অবস্থায়ই তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলি লেগে তৎক্ষণাৎ প্রাণ হারান তিনি। তৃণমূল কংগ্রেস কর্মীর গুলিবিদ্ধের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মৃত তৃণমূল কর্মীর পরিবার ও তৃণমূল নেতৃত্ব অভিযুক্ত করেছে বিজেপিকে।

গতকাল গুলি লেগে মৃত তৃণমূল কর্মী বাবর শেখের দাদা জানিয়েছেন যে, গতকাল তিনি রাত ৮ টার সময় এসডিও বাংলোর সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর ভাই সেখান থেকে চলে যায় বাইকে করে। তার ২০ মিনিট পরে তিনি জানতে পারেন যে, তাঁর ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে পৌঁছান। দেখেন, গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তাঁর ভাই এর দেহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি এই ঘটনায় অভিযুক্ত করেছেন বিজেপিকে। তিনি জানান, তৃণমূল বিদ্বেষী বেশ কিছু নেতা নতুন করে বিজেপিতে যোগদান করেছেন। তাদেরই কেউ তার ভাইকে হত্যা করেছে। তিনি আরও জানান যে, তাঁর ভাই একজন তৃণমূল কর্মী ও তৃণমূল পঞ্চায়েত উপ-প্রধানের ভাই হবার কারণেই দাদার উপর আক্রোশ থেকে এভাবে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় এখনও পর্যন্ত রামপুরহাট থানার পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। জানা গেছে তৃণমূল কর্মীর মৃত্যুতে তার পরিবার অত্যন্ত মর্মাহত। পোস্টমর্টেমের পর তাঁর মৃতদেহ পৌঁছে দেয়া হয়েছে তাঁর পরিবারবর্গের কাছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তৃণমূল কর্মী বাবর শেখ এর হত্যাকান্ডকে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে তীব্র হুংকার দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি অভিযোগ করেছেন, বহিরাগত বিজেপি নেতার উস্কানিতেই খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। তিনি দলে ভালো কাজ করছিলেন, তাই হত্যা করা হয়েছে তাঁকে। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপির বেশকিছু বাইরের নেতা তারাপীঠে পুজো দেওয়ার নাম করে এখানে আসেন। বিজেপির এক নেতা কালও এসেছিলেন। তবে, এই ঘটনায় বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কারণেই এমন ঘটনা ঘটেছে।

অন্যদিকে আজ সকালে নানুরের জঙ্গল থেকে ২০ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। নানুরে জলুন্দি গ্রামের জঙ্গল থেকে এই তাজা বোমাগুলি উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। এই বোমা গুলি নিষ্ক্রিয় করে করার কাজে নেমে পড়েছে সিআইডির বোম্ব স্কোয়াড। তবে, কে বা কারা এই বোমা গুলি রেখে গেছে? সে সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। একসঙ্গে এতগুলো তাজা বোমা মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!