এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত গড়ে তৃণমূলের অস্বস্তি বাড়ছে সিবিআইয়ের এই বিশেষ পদক্ষেপে

অনুব্রত গড়ে তৃণমূলের অস্বস্তি বাড়ছে সিবিআইয়ের এই বিশেষ পদক্ষেপে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট-পরবর্তী হিংসায় সিবিআইয়ের পক্ষ থেকে একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যে রিপোর্টে জানানো হয়েছে যে, ভোট পরবর্তী হিংসায় সর্বাধিক আক্রান্ত অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূম জেলা। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে এই জেলায় খুন, জখম, নারী নির্যাতন সর্বাধিক ঘটেছে, বলে অভিযোগ করা হয়েছে। রিপোর্টে জানা যাচ্ছে, সিবিআইয়ের প্রাথমিক তদন্তের পর এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র বীরভূম জেলাতে নির্বাচনের ফলাফলের পর খুন, ধর্ষণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সমস্ত মিলিয়ে ৭১ টি অভিযোগ এসেছে। যার মধ্যে ৪৩ টি খুনের মামলা রয়েছে, ২৮ টি মামলা রয়েছে নারী নির্যাতনের। তবে বীরভূম জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, মোট অপরাধের সংখ্যা ৭১ নয় ৪১। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে, মিথ্যে অভিযোগ করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। অথবা মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, শুধু বীরভূমই নয় পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও প্রচুর অভিযোগ এসেছে সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোট পরবর্তী হিংসায় যতগুলি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ৫০ % রয়েছে এই পাঁচটি জেলার মধ্যে।
সিবিআইয়ের এই বিশেষ পদক্ষেপে অনুব্রত গড়ে তৃণমূলের অস্বস্তি প্রবলভাবে বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি মেনে নেওয়া হয়নি। তৃণমূলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি। প্রসঙ্গত, তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, রাজ্যে কোনো অশান্তির পরিবেশ নেই। রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ রয়েছে প্রশাসনের নিয়ন্ত্রণে। তবে এ বিষয়ে বিরোধী দল মূলত বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই দাবিকে কখনোই মেনে নেওয়া হয়নি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!