এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অনুব্রত-গড়ে আদিবাসী ভোটব্যাঙ্ককে কাছে টানতে অভিনব উদ্যোগ তৃণমূল কংগ্রেসের

অনুব্রত-গড়ে আদিবাসী ভোটব্যাঙ্ককে কাছে টানতে অভিনব উদ্যোগ তৃণমূল কংগ্রেসের


জেলার আদিবাসীদের ভোটব্যাঙ্ককে কাছে টানতে নয়া কৌশল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই লক্ষ্যেই এবার  গ্রামের আদিবাসী মোড়লদের সম্মানিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার বোলপুরের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্বের পক্ষ থেকে সেই আদিবাসী সেলের সভা আয়োজন করা হয়।

এই সভায় জেলা সভাপতি অনুব্রত মন্ডল পরবর্তী আদিবাসী সম্মেলনের কথা ঘোষণা করেন। মনে করা হচ্ছে শারদোৎসবের আগেই এই সম্মেলন হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে জেলার প্রায় ২০০০ মোড়লকে এই সম্মেলনে আমন্ত্রণ করা হবে। আমন্ত্রিত মোড়লদের ধুতি, ফতুয়া ও আদিবাসী পাগড়ি দেওয়া হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও পরিকল্পনা হয়েছে আদিবাসী গ্রামগুলিতে ধর্মীয় অনুষ্ঠান করার স্থায়ী জায়গা করে দেওয়া হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জেলার ব্লক সভাপতিদের ওপরে এই সম্মেলনের প্রস্তুতি দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয় ব্লক সভাপতিদের সমস্ত আদিবাসী গ্রামগুলিতে যোগাযোগ করে তার মোড়লদের আমন্ত্রণ জানানোর জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও চলতি বছরে এই জেলায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিলেন। সেই সম্মেলন ১৫ হাজার পুরোহিতদের আমন্ত্রন জানানো হয়েছিলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!