এখন পড়ছেন
হোম > জাতীয় > অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করলে কমিশনের বিরুদ্ধে আদালতে যাবার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করলে কমিশনের বিরুদ্ধে আদালতে যাবার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের কর্মীসভা থেকে নির্বাচন কমিশনকে কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, অনুব্রত মণ্ডলের উপর এদের খুব রাগ। প্রত্যেকবার নির্বাচনে তাঁকে নজর বন্দি করে রাখা হয়। এবারও যদি তাঁকে নজরবন্দি করা হয়, তবে আদালতে যাবার হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি জানালেন, এর বিরুদ্ধে তিনি আদালতে গিয়ে সুরক্ষা নেবেন। এর পাল্টা হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, সুষ্ঠু ভোটের জন্যে অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করা প্রয়োজন।

আজ বোলপুরের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, সমস্ত ভোটের সময় অনুব্রত মণ্ডলকে টার্গেট করা হয়। অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করে রাখা হয়। কিন্তু, এভাবে কাউকে নজরবন্দি করা যায় না। এটা সম্পুর্ণ বেআইনি। এবারও যদি অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করা হয়, তবে আদালতে যেতে বাধ্য হবেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, ভোট এলেই অনুব্রত মণ্ডলকে হেনস্থা করার চেষ্টা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সম্প্রতি এক ভিডিও বার্তায় অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, অনুব্রত মণ্ডলের মত বোমারু সন্ত্রাসবাদি বাংলার মাটিতে তিনি দেখেন নি। আবার, গতকাল অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। ৭ দিনের মধ্যে এর জবাব চাওয়া হয়েছে। তবে আয়কর দপ্তরের নোটিশ পাবার কথা অস্বীকার করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

অন্যদিকে, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, সারা বছর ধরে মানুষকে হেনস্থা করে থাকেন অনুব্রত মণ্ডল। তিনি আইন মানেন না, তিনি গণতন্ত্র মানেন না। তাঁকে নজরবন্দি না করলে ভোট নিরপেক্ষ হবে না। তাই তাঁকে নজর বন্দী করা প্রয়োজন। নির্বাচন কমিশন যদি মনে করে, তবে অবশ্যই তাঁকে নজর বন্দী করা উচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!