এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার অনুব্রত মন্ডলের ‘হুঁশিয়ারি’, সোমবার উত্তপ্ত হতে পারে বীরভূম ধারণা বিরোধীদের

আবার অনুব্রত মন্ডলের ‘হুঁশিয়ারি’, সোমবার উত্তপ্ত হতে পারে বীরভূম ধারণা বিরোধীদের

কলকাতা হাইকোর্টের নির্দেশে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময়সীমা একদিন বৃদ্ধি করা হলো। এই একদিন বরাদ্দ হওয়ার ফলে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক অনুব্রত মন্ডলের কপালে চিন্তার ভাঁজ পড়লো মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেক আগেই বীরভূম জেলা পরিষদ বিরোধীশূন্য করেছিলেন তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন হাইকোর্টের রায় ঘোষিত হওয়ার পরেও আত্মবিশ্বাসী অনুব্রত বাবু বললেন তিনি তৈরী আছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে এরমধ্যেই রাজ্য রাজনীতির নানা স্তরে বহু জল্পনা কল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য গত ৯ ই এপ্রিল মনোনয়ন পর্ব শেষ হতেই তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলো । ৪২টির মধ্যে ৪১টি আসনেই বিজয়ী হন শাসক দলের প্রার্থীরা। বাকি থাকা ১ টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বিজেপি প্রার্থী। এখন আদালতের বরাদ্দ করা মনোনয়নপত্র পেশের অতিরিক্ত দিনে রাজ্যের বিরোধী শিবির আদৌ মনোনয়নপত্র পেশ করতে পারে কী না সেদিকে তাকিয়ে রাজ্যবাসী তথা ঐ এলাকার মানুষজন। অনুব্রত বাবুর করা মন্তব্যের প্রসঙ্গে বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বললেন, “আমরাও তৈরি আছি। মনোনয়নপত্র জমা দিতে আমরা সর্বশক্তি প্রয়োগ করব। সেইসঙ্গে প্রশাসনের কাছে দাবি জানাব মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে।” কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বললেন, “আমরা আশঙ্কায় আছি। তার কারণ আদালত রায় দিলেও আদৌ কি মনোয়ন জমা দেওয়ার পরিবেশ থাকবে? আমাদের আশঙ্কা ফের সন্ত্রাসের আবহ তৈরি করা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!