এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নাম না করে বিজেপিকে “কুকুর” বলে বিতর্ক বাড়ালেন অনুব্রত! জোর চাঞ্চল্য!

নাম না করে বিজেপিকে “কুকুর” বলে বিতর্ক বাড়ালেন অনুব্রত! জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে শালীনতার মাত্রা ক্রমশ অতিক্রম করেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। ভোটের আগ দিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করে রাজনীতিতে শোরগোল ফেলে দিতে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। তবে যে কোনো কারনেই হোক, দীর্ঘদিন ধরে বিতর্কিত মন্তব্য করা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

সেভাবে কোনো বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে না তাকে। কিন্তু এবার বিরোধী দল বিজেপিকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, এদিন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম 2 ব্লকের তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত হন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি‌।

আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিতে আক্রমণ করতে গিয়ে রীতীমত অশালীন মন্তব্য করে বসেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, “কুকুরের স্বভাব ঘেউ ঘেউ করা। রাস্তায় কুকুর বেশি হলে ঘেউ ঘেউ করবে। কেউ সাড়া দেয় কি! রাস্তার পাশ দিয়ে চলে যেতে হয়। বিজেপি কোনো রাজনৈতিক দল নয়। ওদের কোনো নীতি নেই। যারা মানুষে মানুষে দাঙ্গা লাগায়, তারা দেশের কাজে লাগে না।”

আর দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডলের বিরোধীদলের উদ্দেশ্যে এহেন মন্তব্য নিয়ে এবার রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সহকারে রাজনীতি করার উপর সবথেকে বেশি জোর দিতে শুরু করেছে। কিন্তু সেখানে বিরোধী দলকে আক্রমণ এবং কটাক্ষ করা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই আক্রমণ করতে গিয়ে যেভাবে নাম না করে ভারতীয় জনতা পার্টিকে “কুকুর” বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল, তা নিঃসন্দেহে বিতর্ক তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা. পাশাপাশি অনুব্রত মণ্ডলের এহেন অপমানজনক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বিরোধীরা ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

একাংশের মতে, রাজনীতিতে শাসক-বিরোধী তরজা অবশ্যই থাকবে। কিন্তু সেখানে কেন বারবার শালীনতার মাত্রা অতিক্রম করা হবে? যদি বর্তমান রাজনৈতিক নেতা-নেত্রীরা এই প্রবণতা আনতে শুরু করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে! তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এদিকে এদিন বিজেপির বিরুদ্ধে দেশের সম্পত্তি বিক্রি করে দেওয়ার মত অভিযোগ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, “বিজেপির সরকার দেশের সম্পদ বিক্রি করে দিতে শুরু করেছে। কয়লা খনি, বিমানবন্দর, ট্রেন, ব্যাংক সব বিক্রি করার রাস্তা নিয়েছে। দেশের ভালো ওরা চায় না।”

সব মিলিয়ে এবার বুথভিত্তিক কর্মী সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করতে গিয়ে রীতীমত বিতর্কিত মন্তব্য করে বসলেন অনুব্রত মণ্ডল। তবে তার এই মন্তব্য নিয়ে এবার বিরোধীদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে এবং তার ফলে তৃণমূল কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!