এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ওভারলোডিংয়ের নামে ব্যবসায় “অরাজকতা” – “বাঁচতে” জেলাশাসকের পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা

ওভারলোডিংয়ের নামে ব্যবসায় “অরাজকতা” – “বাঁচতে” জেলাশাসকের পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা


বীরভূম জেলায় এবার পাথর ব্যবসার জটিলতা কাটাতে ডুপ্লিকেট কার্বন রিসিভ নিয়ে ভিন্ন নিয়মে প্রতিবাদ জানিয়ে সেখানকার জেলাশাসক এবং বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন বীরভূমের পাথর খাদান ও ক্রাশার মালিকরা।

সূত্রের খবর, বুধবার জেলা প্রশাসনের ভবনে জেলাশাসক মৌমিতা গোদারা এবং অনুব্রত মন্ডলের সাথে একটি বৈঠক করেন এই পাথর খাদান ও ক্রাশার মালিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, এই বীরভূম জেলায় পাথর ব্যবসা নিয়ে নানা জটিলতা রয়েছে। গত 2016 সালে নতুন মাইনর জেনারেল অ্যাক্ট লাগু হবার পর থেকেই জেলায় 217 টি খাদানের মধ্যে 211 টি খাদান খাতায়-কলমে বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে সিংহভাগই চালু রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বাস্তবে সেই খাদানগুলো চালু থাকলেও তা থেকে সরকার কোনোরূপ রাজস্ব না পাওয়ায় পূর্বতন জেলাশাসক এই গোটা বিষয়টি লক্ষ্য করে সিউড়িতে 60 নম্বর জাতীয় সড়কের ওপর চেকপোস্ট করে সেখানে ডিসিআর কাটা ও ফাইন করা শুরু করেন। এদিকে এইভাবে রাস্তায় ডিসিআর কাটা ও ফাইন নেওয়া শুরু হলে তীব্র যানজট এবং অন্যান্য কাজে অসুবিধা হওয়ায় খাদান এলাকা থেকেই সেই ডিসিআর কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্তু একাংশের অভিযোগ যে, অনেক জায়গাতেই বেসরকারি উদ্যোগে এই ডিসিআর কাটা হচ্ছে। আর যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এদিন জেলা প্রশাসনিক ভবনের জেলাশাসক এবং অনুব্রত মন্ডলের সাথে বৈঠক করেন সেই পাথর খাদান ও ক্রাশার মালিকরা। কিন্তু এই বৈঠক থেকে আদৌ কি কোন সমাধান সূত্র বের হলো?

সূত্রের খবর, এদিনের এই বৈঠকের পর পাঁচামি মাইন্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হোসেন মল্লিক বলেন, “প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। জেলার সর্বত্র 6 চাকা গাড়ির জন্য 400, 10 চাকার জন্য 800, 12 চাকার জন্য 1000, 14 চাকার জন্য 1100 সিএফটি ডিসিআর কাটা হবে। পাশাপাশি কোথাও যাতে ওভারলোডিং না হয় তার জন্য রামপুরহাট, নলহাটি সহ মোট চার জায়গায় চেকপোষ্টও বানানো হবে।”

অন্যদিকে এই বৈঠকের পর বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। জেলার সর্বত্র ডিসিআর কাটার নিয়ম একই থাকবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!