এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > লোকসভা ভোট আসন নিয়ে বিস্ফোরক দিদির প্রিয় ভাই ‘কেষ্টা’

লোকসভা ভোট আসন নিয়ে বিস্ফোরক দিদির প্রিয় ভাই ‘কেষ্টা’

এবার আসন্ন লোকসভা ভোটে আসন পাওয়া নিয়ে চাঞ্চল্যকর দাবী করে রাজ্যরাজনীতিতে ফের শোরগোল ফেলে দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। ‘৪২-এ ৪২-ই পাবে তৃণমূল কংগ্রেস।’-এমনটাই দাবী করলেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপশালী নেতা।

গতকাল বীরভূমের ক্ষীরগ্রামে যোগাদ্যা মন্দিরে পুজো দিতে যান তিনি। সেখানেই পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। মা তাকে জানিয়ে দিয়েছেন ১৯’এর লোকসভা ভোটে সবকটা আসনেই জয় হবে তৃণমূলের । আর তার অন্যথা হওয়ার কথা নয়।

প্রসঙ্গত,লোকসভা ভোটে ৪২ টু আসনেই জয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তৃণমূলের। একথা ভোট প্রস্তুতির প্রাথমিক পর্বেই জানিয়ে দিয়েছে শাসকদল। রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করতে সবকটা আসনেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জরুরি তৃণমূলের,এমনটাই দফায় দফায় বলেছেন তৃণমূলের রাজ্যস্তর এবং জেলা স্তরের হেভিওয়েট নেতারা। ১৯’এর ব্রিগেড সমাবেশের দুদিন পরেই ফের সেই ৪২ টি দখলে আসার দাবী করে বিজেপিকে শাসকদলের দাপট বুঝিয়ে দিলেন দিদির প্রিয় ভাই কেষ্টা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় সূত্রের খবর,গতকাল যোগাদ্যা মন্দিরের পাশেই একটি অতিথি নিবাসের উদ্বোধন করতে গিয়েছিলেন অনুব্রত মন্ডল। উদ্বোধনী কর্মসূচির পর মায়ের মন্দিরে পুজো দেন তিনি। তারপরই লোকসভা ভোটের আসন পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেলেন। শুধু ৪২ টি আসন দখলের ভবিষ্যদ্বাণী নয়,মায়ের মন্দিরে তিনি কী প্রার্থনা করলেন সেটাও সবিস্তারে জানান অনুব্রত বাবু। বলেন,’আমি মায়ের পুজো দিয়ে বললাম, মা আবার অসুরের আগমন হয়েছে। মা তখন বললেন- কোনও চিন্তা নেই। আবার অসুর দমন হবে। বাংলায় ৪২-এ ৪২-ই হবে। তুই নদিয়ার দায়িত্ব পেয়েছিস, নদিয়াতে খুব ভালো হবে, বীরভূমেও ভালো হবে। তুই নিশ্চিন্তে থাক।’

এরপর তিনি আরো জানান,যে মায়ের কথাতেই বিশ্বাস রয়েছে তাঁর। মায়ের আর্শীবাদের ফুল কখনো বিফলে যেতে পারে না৷ ঈশ্বরের আর্শীবাদ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আর আগামীতেও থাকবে।

এরপর তিনি তৃণমূলের শাসনে বীরভূমে কতোটা উন্নয়ন হয়েছে তার খতিয়ান তুলে ধরেন। বলেন,বীরভূমের প্রতিটি কোনে উন্নয়নের জোয়ার বইছে। মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। এরপর দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সুবিধার জন্যে মন্দিরের সামনেই অতিথিনিবাস তৈরি করা হল। ৬০ লক্ষ টাকা বরাদ্দের এই প্রকল্প নির্মাণের পর তার উদ্বোধনই হয়ে গেল এদিন। আর এসেই লোকসভা ভোটে তৃণমূলের ফলাফল নিয়ে আগাম ঘোষণা করে রাজনৈতিকমহলের নজর কাড়লেন অনুব্রতবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!