এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অনুব্রতর ভাইপোকে নিজের দলে টেনে নিলেন মুকুল রায়, এর প্রভাব কি পড়তে চলেছে রাজ্য রাজনীতিতে?

অনুব্রতর ভাইপোকে নিজের দলে টেনে নিলেন মুকুল রায়, এর প্রভাব কি পড়তে চলেছে রাজ্য রাজনীতিতে?


তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদানের পর থেকেই মুকুল রায় দাবি করে আসছিলেন যে রাজ্যের শাসক দলের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা কিছুদিনের মধ্যেই নিজেদের হাতে পদ্ম শিবিরের পতাকা তুলে নেবেন। কিন্তু বছরখানেক হয়ে গেলেও সেই মুকুল রায়ের হাত ধরে শাসকদলের তেমন কোনো হেভিওয়েট নেতাকে বিজেপিতে যোগদান করতে দেখা যায়নি।

সম্প্রতি তৃনমূল সাংসদ সৌমিত্র খাঁকে বিজেপিতে যোগদান করিয়ে চমক লাগিয়ে দিয়েছিলেন মুকুলবাবু। আর এবার রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা তথা বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ভাইপোকে বিজেপিতে যোগদান করিয়ে চমক দিলেন মুকুল রায়।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর ভাইপো টাইগার ওরফে বিশ্বরূপ মন্ডল বিজেপিতে যোগদান করেছেন। আর এই ঘটনার পরই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কেননা যে অনুব্রত মন্ডলের দাপটে কার্যত গোটা বীরভূম জেলায় প্রায় সবাই তটস্থ হয়ে থাকে, সেই অনুব্রতর ঘরেই যেভাবে ভাঙন ধরল তাতে আশ্চর্য রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, বিভিন্ন সময় বিরোধীদের কখনো বা পাচনের বাড়ি, কখনো বা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা আবার কখনো বা গুরু বাতাসা খাওয়ানোর কথা বলে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। আর তাই এবার সেই অনুব্রত মণ্ডলের ভাইপো মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করায় এক দিকে যেমন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ পুড়ল ঠিক তেমনই বিজেপি নেতা মুকুল রায় প্রমান করে দিলেন যে বঙ্গ রাজনীতিতে তিনি এখনও অনেকটাই প্রভাব ফেলতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, এতদিন বিজেপির তরফে সেই অনুব্রত মন্ডলের শাসক দলের অনেক নেতা কর্মীরা তাঁদের সাথে আসতে পারছে না বলে দাবি করা হলেও এবার খোদ অনুব্রত মণ্ডলের ভাইপো বিজেপিতে যোগদান করায় সেই ভয়ের মাত্রা অনেকটাই কমবে। এদিকে বীরভূমে দলীয় সংগঠনকে চাঙ্গা করা ভাই কেষ্টর দম দেখে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সম্প্রতি নদীয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন। ফলে ভিন জেলার দায়িত্ব দেওয়ার সাথে সাথেই সেই অনুব্রত ঘরেই ভাঙ্গন ধরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুব্রত মণ্ডলের ইমেজ কিছুটা হলেও যে নষ্ট হবে তাও মনে করছে সমালোচক মহল।

তবে এই সামান্য কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় ভাই কেষ্টর উপরে ক্ষুন্ন হবেন না বলে দাবি অনুব্রত মণ্ডলের অনুগামীদের। তাঁদের দাবি, যে যাই বলুক না কেন, একা অনুব্রত মণ্ডলই দলীয় সংগঠনকে চাঙ্গা করার জন্য যথেষ্ট।

অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে অনুব্রত মণ্ডলের ভাইপো বিশ্বরূপ মন্ডল বিজেপিতে যোগদান করায় আশার আলো সঞ্চার হয়েছে সেই মুকুলবাবুর অনুগামীদের মধ্যেও। কেননা অতীতে বহুবার রাজ্যের শাসকদলের অন্যান্য নেতাদের মতো এই অনুব্রত মণ্ডলও দাবি করেছিলেন যে মুকুল রায় বিজেপিতে গেলেও তৃণমূলে তাঁর কোনো প্রভাব পড়বে না।

কিন্তু এবার সেই মুকুলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর ভাইপোকে পদ্ম শিবিরের পতাকা ধরিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়ে নিজের দলের পাশাপাশি শাসকের অন্দরে আওয়াজ তুলে প্রমাণ করে দিলেন যে বঙ্গ রাজনীতিতে এখনও তিনি চাণক্যের ভূমিকা পালন করেন। তবে ভবিষ্যতে বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের আর কোন কোন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!