এখন পড়ছেন
হোম > রাজ্য > অনুব্রতর কাছ থেকে আর কী আশা করা যায়? শঙ্খ ঘোষ ইস্যুতে ক্ষোভে ফেটে পড়ল সাহিত্য-সমাজ

অনুব্রতর কাছ থেকে আর কী আশা করা যায়? শঙ্খ ঘোষ ইস্যুতে ক্ষোভে ফেটে পড়ল সাহিত্য-সমাজ


তৃণমূল কংগ্রেস দলের বীরভূম জেলা সভাপতি তথা বিধায়ক অনুব্রত মন্ডলের বিতর্কিত মন্তব্যের কারণে হৈ-চৈ দেখা দিলো সংস্কৃতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকারের প্রশংসায় অনুব্রত বাবুর বহুল প্রসিদ্ধ সংলাপ ‘রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন’ নিয়ে কবিতা লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। এই কবিতাই আঁতে ঘা দিয়েছে অনুব্রত মন্ডলের। এদিন নির্বাচনী সভা থেকে কবি শঙ্খ ঘোষের বক্তব্যকে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 এই ঘটনার প্রতিবাদে মুখ খুললেন কবি- সাহিত্যিকেরা। কবি জয় গোস্বামী নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন,” ৫০-এর দশক থেকে অপ্রতিহত গতিতে লিখে চলেছেন কবি শঙ্খ ঘোষ। পেয়েছেন একাডেমি পুরস্কার। তাঁর সম্পর্কে যিনি এই মন্তব্য করেছেন তিনি সাহিত্য কিংবা কবিতা কিছুই জানেন না। বিষয়টি নিয়ে মাথা না ঘামালই ভাল। ” কবি শঙ্খ ঘোষের কবিতার তারিফ করে সাহিত্যিক নবনীতা দেবসেন বললেন, “যাঁর যা বলা উচিত সেই কথাই বলেছেন। অনুব্রত মণ্ডলের থেকে এর থেকে আর বেশি কী আশা করা যায়!” অন্যদিকে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতে বিষয়টি রাজনৈতিক চাপানউতোর বলে বলে জানিয়ে তিনি এই বিষয়ে কী মন্তব্য করবেন তা বুঝে উঠতে পারছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!