এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ফের মুখ খুলে বিস্ফোরোন ঘটালেন অনুব্রত মন্ডল

ফের মুখ খুলে বিস্ফোরোন ঘটালেন অনুব্রত মন্ডল


রাজনীতিতে বিভিন্ন সময় বিরোধীদের হুমকি বা কটু কথা বলে গোটা মিডিয়াকে কাঁপিয়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মন্ডল। যাকে সবাই কেষ্ট দা নামেই চেনে। মাঝে তাঁর এই ভাষা সন্ত্রাসের জেরে পদক্ষেপ নিতে হয় দলকেও। প্রকাশ্য মঞ্চে সেই কেষ্টকে সাথে নিয়ে তাঁর দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি যাই করুক। আমরা যেন আমাদের ভাষার ব্যাপারে আরও সংযত হই। কেষ্টকে বলে দিচ্ছি। ভালো ভাষায় বিজেপিকে জবাব দাও।”

আর দিদির এই কথায় ভাই কেষ্টর একটু টনক নড়লেও মাঝে বেশ কিছুদিন সেই বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত ছিলেন তিনি। কিন্তু আবার ফের নিজেকে স্বভূমিকায় অবতীর্ন করলেন এই বীরভূম জেলা তৃনমূলের সভাপতি। সূত্রের খবর, গতকাল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন কর্মসূচী ছিল। যেই অনুষ্টানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মন্ডল, রাজ্যের দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিনহা।

জানা যায়, এবারেও এই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে শপথ নেন সেই বিকাশ রায়চৌধুরী। তাঁকে শপথবাক্য পাঠ করান জেলার জেলাশাসক মৌমিতা গোধারা বসু। আর এরপরেই বক্তব্য রাখতে উঠে প্রথমে জেলাপরিষদের কাজ যাতে ঠিকমত হয় সেই জন্য সভাধিপতির উদ্দেশ্যে অনুব্রত মন্ডল বলেন, “8 হাজার 753 টি কালভার্ট রয়েছে। আগামী 5 বছরে এই কাজ শেষ করতে হবে। খালি লাল বাতি গাড়িতে ঘুরলেই চলবে না।”

তবে শুধু জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি নন, এদিন নিজের বক্তব্যে দলেরই বিক্ষুব্ধ নেতা কর্মী এবং বিরোধীদের কার্যত হুমকি দিয়ে অনুব্রত মন্ডল বলেন, “কিছু অনুর্বর জমি পড়ে থাকে। পাচনের বাড়ি দিয়ে জমিটাকে উর্বর করতে হবে। আর পুজোর পর থেকেই সেই কাজ শুরু হবে।” শুধু তাই নয়, আগামী লোকসভা ভোটে বীরভূমের বোলপুর কেন্দ্র থেকে আড়াই থেকে তিন লাখ এবং সিউড়িতে দেড় থেকে দুলাখ ভোটে জেতার মার্জিনও এদিন সকলকে বেঁধে দিয়েছেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু বিগত ভোটের আগে যেভাবে রাস্তায় উন্নয়ন দাড়িয়ে ছিল এবারও তা থাকবে কি না এই প্রশ্নের উত্তরে বীরভূম জেলা তৃনমূলের সভাপতি অনুব্রত মন্ডল বলেন, “উন্নয়ন তো রাস্তাতেই দাড়িয়ে আছে। এবার তার সাথে আরও অনেক কিছুই দাড়িয়ে থাকবে।” রাজনৈতিক মহলের মতে, গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাক কিংবা রাস্তায় দাড়িয়ে থাকা উন্নয়নের কথা বলে এতদিন সোরগোল ফেলে দিয়েছিলেন এই অনুব্রত মন্ডল। এবার লোকসভা ভোটের ঠিক আগে “পাচনের বাড়ি দিয়ে জমিকে উর্বর করার” কথা বলে এক নতুন বিতর্কের সৃষ্টি করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!