এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষে ভরিয়ে বাম-কংগ্রেস জোট নতুন তত্ত্ব সূর্যকান্ত মিশ্রর

অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষে ভরিয়ে বাম-কংগ্রেস জোট নতুন তত্ত্ব সূর্যকান্ত মিশ্রর

আসন্ন লোকসভা নির্বাচনে যদি রাজ্যে বাম এবং কংগ্রেসের জোট হয়, তাহলে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটিতে কারা প্রার্থী দেবে তার ওপরই নির্ভর করছে এই বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ। আর এবারে শুক্রবার রামপুরহাটের দলের এক কর্মীসভায় যোগ দিতে এসে এই জোটের ব্যাপারেই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূত্রের খবর, এদিন রামপুরহাটের বগটুই মোড়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় সড়কের ওপর মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, “কংগ্রেসের সঙ্গে আমরা কোনোদিনও জোট করিনি। 2016 সালে বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করেছিলাম। যাতে কোনো প্রতিদ্বন্দ্বীতা না হয়। তবে শেষ পর্যন্ত তাও গোলমাল থেকে গিয়েছিল। তাই এবার আমরা অনেক আগে থেকেই বলেছি যে এই রাজ্যে বর্তমানে কংগ্রেসের চারটি এবং বামেদের দুটি লোকসভার আসন রয়েছে। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির প্রস্তাব অনুযায়ী যে যেখানে জিতে আছে তারাই সেখানে প্রার্থী দেবে। যদি আমরা এগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে তৃণমূল ও বিজেপি সুবিধা করবে। জানি না শেষ পর্যন্ত কতদূর কি হবে, তবে বোঝাপড়া না হলে আমাদের পক্ষে আসন ভাগাভাগি মেনে নেওয়া সম্ভব নয়।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না তা নিয়ে যখন তীব্র জল্পনা চলছে, ঠিক তখনই রায়গঞ্জ ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যদি আসন ভাগাভাগি না হয় তাহলে তারা কোনরূপ জোট করবে না বলে এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। অন্যদিকে এদিনের এই দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপিকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন সূর্যবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিকে উদ্দেশ্য করে এদিন তিনি বলেন, “বিজেপি সরকার জনজীবনে আক্রমণ নামিয়ে এনেছে। গোটা দেশজুড়ে মৃত্যু মিছিল চলছে। আর এসব সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতেই রাম মন্দির, কাশ্মীর, পাকিস্তান সীমান্ত থেকে আরম্ভ করে এনআরসির মাধ্যমে ওরা ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে।”

পাশাপাশি এদিনের এই কর্মসূচি থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে খুচরো নেতা বলে সিপিএমের সূর্যকান্ত মিশ্র বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মতো বুথ দখল ও রিগিং করার চেষ্টা হলে ভোটারদের পাশে আমরা সর্বশক্তি নিয়ে থাকব। বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে গোপন আঁতাত চলছে।”

অন্যদিকে সূর্যকান্ত মিশ্রকে পাল্টা খোঁচা দিয়ে এদিন অনুব্রত মণ্ডল বলেন, “যিনি কর্মীসভায় একশোর বেশি লোক জমায়েত করতে পারেন না তিনি আবার কিসের নেতা!” সব মিলিয়ে একদিকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ, আবার অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট নিয়ে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ লোকসভা আসনটি যদি কংগ্রেস তাদের ছেড়ে দেয় তাহলেই সারা রাজ্যে জোট হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!