এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ঘুরে দাঁড়াতে নানা পরামর্শ সমেত দলীয় নেতাদের টাকা নিয়ে না পালানোর নির্দেশ অনুব্রতর

ঘুরে দাঁড়াতে নানা পরামর্শ সমেত দলীয় নেতাদের টাকা নিয়ে না পালানোর নির্দেশ অনুব্রতর


এবারের লোকসভা নির্বাচনে সারা রাজ্যে তৃণমূলের ফল খুব একটা ভাল হয়নি। তবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তার আয়ত্তে থাকা বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়লাভ করালেও বেশ কিছু জায়গায় বিজেপির ভোটব্যাংক বৃদ্ধি হওয়ায় এবার তৃণমূলের এই দাপুটে নেতার কপালেও চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

জানা যায়, গত বিধানসভা নির্বাচনে বীরভূমের খয়রাশোল ব্লক থেকে তৃণমূল 19 হাজার লিড পেলেও এবারের লোকসভায় এখানে প্রায় 15 হাজার 367 ভোটে পিছিয়ে ছিল শাসক দল। আর এই খারাপ ফলাফল হওয়ার জন্য দলের নেতাকর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুর্নীতিই প্রধান কারণ বলে ফলাফল পর্যালোচনার বৈঠকে উঠে এসেছে।

আর তাইতো রবিবার খয়রাশোলে সেচ দপ্তরের মাঠে কর্মীসভায় উপস্থিত হয়ে এই ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই কর্মীসভায় উপস্থিত দলীয় প্রধানদের উদ্দেশ্যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, “ব্লকের কোনো কোনো নেতা আপনাদেরকে বলছে যে জেলার নেতার কথা শোনার দরকার নেই। আমি বলছি, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি বা দলের কর্মী যদি টাকা নিয়ে সরে পড়ে, তাহলে কিন্তু প্রধানদেরকেই জেলে যেতে হবে।”

আর এরপরই তিনি বলেন, “লুকিয়ে আপনারা ওসিকে বলে দিন। আমি ব্যবস্থা করে দেব। কিন্তু নিজে কয়েকশো বা কয়েক হাজার টাকা পেয়ে গেলেন, আর দলটাকে ভুলে গেলেন এটা চলবে না‌। মানুষ আপনাকে পরিষেবা দেওয়ার জন্য বসিয়েছে। তাই মানুষের কাজ করতে হবে।”

অন্যদিকে এদিন গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সকলকে সতর্ক করে দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “খুনখারাপি বন্ধ করুন। যে দল বোমা মারবে তাকে পুলিশ গ্রেপ্তার করবে। সংগঠন মজবুত করতে হলে কাজের লোকেদের সামনে আনুন। আমিত্ব ভুলে মিলেমিশে চলুন সকলে।”

এদিকে খয়রাশোলে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নিজেদের ভোটব্যাঙ্ক বৃদ্ধির জন্য নানা টনিক দিলেও এর জেরে কোনো লাভই হবে না বলে জানিয়ে দিয়েছেন বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায়। শুধু তাই নয়, এদিন শাসকদলের সঙ্গে পুলিশি যোগ নিয়েও সরব হয়েছেন এই বিজেপি নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!