‘পোল ভোট’ নাকি ছাপ্পা , অনুব্রতর মন্তব্যে ফের বিতর্ক, ভয় দেখানোর অভিযোগ বিরোধীদের মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য April 8, 2019 ভোটের দিনে ‘পোল ভোট’ করতে চেয়ে প্রিসাইডিং অফিসারদের কাছে সুযোগ করে দেবার আবেদন জানালেন অনুব্রত মন্ডল। আর এই নিয়েই শুরু বিতর্ক। বীরভুমের তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল যখনই মুখ খোলেন তখনই শুরু হয় বিতর্ক। কখনো বোমা মারা, তো কখনো পাচনবাড়ি, নাহলে চরাম চরাম। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সকলকে নকুলদানা খাওয়ানোর দাওয়াই দিয়ে এই অনুব্রত মণ্ডল বলেছিলেন, “যে নকুলদানা খাবে, তারই ভোট তৃণমূলে পড়বে।” আর অনুভূত মন্ডলের এহেন মন্তব্যের পেছনে প্রচ্ছন্ন হুমকি দেখে ইতিমধ্যেই তার নামে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। এমনকি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি যাতে আর বিতর্কিত মন্তব্য করেন তার জন্য একাধিকবার শোকজও করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তবে সে সবে থোড়াই কেয়ার তার। উল্টে নির্বাচন কমিশনও নকুলদানা খায় বলে মন্তব্য করে বসেন তিনি।তারপর “শলাকা দেখিয়ে ভোট করতে হবে” বলেও জানিয়ে দেন অনুব্রতবাবু। আর এরপর রবিবার সিউড়িতে পশ্চিমবঙ্গে তৃণমূল শিক্ষক সমিতির কর্মী সম্মেলনে শিক্ষকদের কাছে অনুরোধ করে বলেন যে, ‘যে যেখানে যাবেন স্থানীয় ব্লক সভাপতির ফোন নম্বরটা সঙ্গে রাখবেন। যদি কোনও অসুবিধা হয় তাহলে তিনি দেখে দেবেন। যদি কোনও অসুবিধা হয় আমাকে ধরবেন। কিন্তু একটা অনুরোধ করব যারা প্রিসাইডিং থাকবেন, আমরা কিন্তু পোল ভোটটা করে নেব। আমাদের একটু সুযোগ দেবেন। এটা জোড় হাত করে বলছি।’ আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে সারা জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে হল ভরতি কর্মী সম্মেলনে এহেন অনুরোধকে বিরোধীরা প্রচ্ছন্ন হুমকি হিসাবেই দেখছেন। তাদের দাবি ওই সব শিক্ষক শিক্ষিকারাও ভোট করবেন ভোটের প্রিসাইডিং অফিসার হিসাবে তাই তাঁদেরকে আগাম জানিয়ে রাখলেন যে ছাপ্পা না দিতে দিলে ফল ভালো হবে না। যদিও অনুব্রতবাবু এই ‘পোল ভোট ‘ নিয়ে বিশদ ব্যাখ্যা না করলেও তিনি দাবি করেছেন যে বিরোধীরা যা অভিযোগ করছে তিনি তা বলেন নি। যাঁরা ভোট করে তাঁরা পোল ভোটের মানে জানে। আর তাছাড়া ‘যারা বোঝার তাঁরা বুঝে গিয়েছে। রাত্রে লাইনে ৫০-৬০টা ভোটার দাঁড়িয়ে আছে। তাঁদের ভোটটাও যেন নিয়ে নেয়। এই রকম আর কি।’ যদিও এই উত্তরে সন্তুষ্ট নন বিরোধীরা। তাদের দাবি বার বার এইভাবে হুমকি দিয়ে যাচ্ছেন অনুব্রত মন্ডল। আর এবার সবকিছুকে ছাপিয়ে তিনি ‘পোল ভোটার ‘ নাম করে ছাপ্পার কথাও বলে দিলেন। এরপর আর কি করে স্বচ্ছ নির্বাচন আশা করা যায়। অন্যিদিকে , মাঠে নেমে পড়েছে তৃনমূল। তাদের দাবি তৃণমূল ছিল। আছে,আর থাকবে, দিদিই হবেন দেশের নতুন প্রধানমন্ত্রী। ফলে ইটা বুঝতে পেরে ভয় পেয়েছে বিরোধীরা। আর তাই কোনো ভালো কথাকে হুমকি ভেবে নিচ্ছে। আপনার মতামত জানান -