এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দুর্নীতি ইস্যুতেও নিজের দলের নেতা-কর্মীদেরকেও কড়া বার্তা দিলেন অনুব্রত

দুর্নীতি ইস্যুতেও নিজের দলের নেতা-কর্মীদেরকেও কড়া বার্তা দিলেন অনুব্রত


কখনও চড়াম চড়াম, কখনও গুড় বাতাসার কথা বলে খবরের শিরোনামে চলে আসেন তিনি। বিভিন্ন সময় বিরোধীদের প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যার কারণে নির্বাচনের সময় কমিশনের নজরদারিতে রয়েছেন তিনি। তবে এই সমস্ত কিছুকে কেয়ার করেন না বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

তবে শুধু বিরোধীদের উদ্দেশ্যেই নয়, বিভিন্ন সময় দুর্নীতি ইস্যুতেও নিজের দলের নেতা-কর্মীদেরকেও কড়া বার্তা দিতে দেখা গেছে তাঁকে। আর এবার কাটমানি ইস্যুতে দলের নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিতে দেখা গেল সেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে।

সূত্রের খবর, এদিন মহম্মদবাজারের সমাবেশে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “আপনাদের নামে সরকারি যে বাড়ি এসেছে, সেই বাড়ি করার জন্য যদি কেউ টাকা চায়, তাহলে সেই তৃণমূল নেতাদের বেঁধে পেটান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমূলে অনেকটাই দুর্নীতি গ্রাস করেছে বলে উপলব্ধি করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তার পরই প্রকাশ্যে এই ব্যাপারে দলের নেতাকর্মীরা যাতে কাটমানি না নেয়, তার জন্য সকলকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দলের শীর্ষ নেত্রীর সুরেই সুর মেলালেন তার প্রিয় ভাই কেষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের পেছনে এই দুর্নীতি অনেকটা দায়ী। তাই বিধানসভা নির্বাচনে যাতে খারাপ ফলাফল না হয়, তার জন্য এখন থেকেই দলের নেতাকর্মীরা যাতে কোনো প্রকল্পে দুর্নীতি না করতে পারেন, তার জন্য প্রকাশ্য সমাবেশ থেকে সেই দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

এখন অনুব্রত মণ্ডল সরকারি যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে নেতাদের টাকা নেওয়া বন্ধ করতে এই হুঁশিয়ারি দিলেও তা কতটা ফলপ্রসু হয়, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!