এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পরিযায়ী শ্রমিক নিয়ে এবার ময়দানে নামলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেনে নিন

পরিযায়ী শ্রমিক নিয়ে এবার ময়দানে নামলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেনে নিন


করোনা ভাইরাসকে আটকাতে হঠাৎ করেই লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় ভিনরাজ্যে থাকা শ্রমিকরা প্রবল বিপাকে পড়েছিলেন। তবে সম্প্রতি সেই লকডাউন শিথিল হয়ে যাওয়ায় সেই সমস্ত শ্রমিকদের স্পেশাল ট্রেনের মাধ্যমে রাজ্যে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর একেবারে একাধিক শ্রমিক রাজ্যে চলে আসায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ব্যাপারে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা বিরোধীদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে যখন পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্য বনাম বিরোধীদের তরজা তুঙ্গে, ঠিক তখনই সেই সমস্ত শ্রমিকদের নিয়ে বার্তা দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, বুধবার একটি সাংবাদিক বৈঠক থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “যদি কোনো শ্রমিক সমস্যায় করেন, তাহলে সরাসরি যেন আমাকে ফোন করে। কেউ না খেয়ে থাকবে না। সকলকে পর্যাপ্ত খাবার দেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ অনুব্রত মণ্ডল একথা বলে বিরোধীদের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে যে কটাক্ষ করা হচ্ছে, তার পাল্টা জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী তরফে এই সমস্ত শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য করার অনুরোধ করার প্রসঙ্গও তুলে ধরেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পিএম কেয়ার্স ফান্ড থেকে পরিযায়ী শ্রমিকদের টাকা দেওয়ার অনুরোধ করেছেন। রাজ্য সরকারের ইচ্ছে থাকলেও সাহায্য করার সামর্থ্য নেই। সে কারণেই রাজ্য সরকার তা করতে পারছে না।”

তৃণমূলের মতে আসলেই করোনা পরিস্থিতি থেকে শুরু করে ভয়াবহ দুর্যোগ আর তার মধ্যে পরিচয় শ্রমিকদের রাজ্যে ফেরানো এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অর্থনৈতিক ভান্ডারে ব্যাপক টান পড়েছে। বারবার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সেকথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার সাংবাদিক বৈঠক থেকে এই কথা তুলে ধরে পরিযায়ী শ্রমিকদের কোনো অসুবিধে হলে তাকে ফোন করার কথা বলে মহানুভবতার পরিচয় দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি বিরোধীদের বক্তব্যকেও এক লহমায় খণ্ডন করলেন তিনি বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!