এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা ব্যানার্জিকে যত মুসলিম বানাবে, তত ভোট বাড়বে! দলীয় সভায় বিস্ফোরক অনুব্রত মণ্ডল

মমতা ব্যানার্জিকে যত মুসলিম বানাবে, তত ভোট বাড়বে! দলীয় সভায় বিস্ফোরক অনুব্রত মণ্ডল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন বিরোধীদের উদ্দেশ্যে নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের অনুব্রত মণ্ডলকে। কিন্তু এবার নিজের দলের শীর্ষ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। যেখানে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে অনুব্রত মণ্ডলের গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম বানানোর কথা।

তিনি বলেন, “ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যত মুসলিম বানাবে, আমাদের ভোট তত বাড়বে।” নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, অনুব্রত মণ্ডল একথা বিজেপিকে কটাক্ষ করেই বলেছেন। কেননা মাঝেমধ্যেই রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করে বিজেপি নেতারা। শুধু তাই নয়, সংখ্যালঘুদের ভোট পেতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সম্প্রদায়কে বেশি তোল্লা দিচ্ছেন বলেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এমনকি গত লোকসভা নির্বাচনের সময়ে পর্যদুস্ত হওয়ার পর রীতিমত হতাশ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় মুসলিম তোষণ নিয়ে বিস্ফোরক উক্তি। তিনি বলেন, “আমি তো মুসলিম তোষণ করি। আমি 100 বার ঈদে যাব। যে গরু দুধ দেয়, তার লাথি খেতে আমি রাজি।” আর রাজ্যের প্রশাসনিক প্রধানের এই মন্তব্যের পর তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। বর্তমানে 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দল ধীরে ধীরে ময়দানে নামতে শুরু করেছে।

বিজেপির পক্ষ থেকে সরকারের সংখ্যালঘু তোষন নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। আর এই অবস্থায় বিজেপিকে জবাব দিতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, বৃহস্পতিবার কেতুগ্রামে 1 ব্লকে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “একুশের ভোট ভয়ঙ্কর ভোট। লিখে রেখে দিন, আমরা 220 থেকে 240 টা আসন পাব। পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরেই তিনি বলেন, “তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যত মুসলিম বানাবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাড়বে। মুসলিমদের সঙ্গে মিশলে জাত যায় নাকি! রাখাল বালকের দল। একথা বলতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম? লজ্জা লাগে না! নারীদের সম্মান দিতে হবে সেটা শেখায়নি।” অর্থাৎ অনুব্রত মণ্ডল নিজের দলের স্বপক্ষেই কথা বলেছেন। কিন্তু তিনি যে মন্তব্য করলেন, তা যে রাজ্য রাজনীতিতে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়াবে, তা কার্যত স্পষ্ট সকলের কাছে।

কেননা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষ নিয়ে বলতে গিয়ে যেভাবে তিনি তার নেত্রীকে টেনে আনলেন, তা বিরোধীদের কাছে তৃণমূল বিরোধীতায় নতুন অস্ত্র হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন ভারত-চীন সংঘর্ষ নিয়েও এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “কথা বলতে জানে না। দাঙ্গা লাগাতে পারে। একজনকেও ছাড়ব না। চিনের দালাল। কুড়ি জন সৈনিক মারা গেল, পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা নেই।”

এরপর তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “বিজেপিকে হুঁশিয়ারি করছি, কেউ দালালি করবেন না। হাড় গুড়ো হয়ে যাবে। মানুষের জন্য প্রাণ দেব, পালিয়ে যাব না।” বলা বাহুল্য, মাঝে করোনা ভাইরাসের জন্য এনআরসি ইস্যু তেমনভাবে না থাকলেও, এদিন সেই ইস্যু তুলে ধরে বিজেপিকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেন অনুব্রতবাবু। তিনি বলেন, “ভয়ংকর আন্দোলন হবে। এখানে কিছুতেই এনআরসি চালু করতে দেব না।” সব মিলিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সরব হয়ে নিজের দলের নেত্রীকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনুব্রত মণ্ডল। তবে তার এই মন্তব্য নিয়ে এখন রাজনৈতিক মহলে কি চর্চা শুরু হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!