এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জেলা পরিষদের পরে বীরভূমে প্রিয় ‘দিদিকে’ আরো বড় উপহার অনুব্রত মন্ডলের

জেলা পরিষদের পরে বীরভূমে প্রিয় ‘দিদিকে’ আরো বড় উপহার অনুব্রত মন্ডলের


বীরভূমের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে বেতাজ বাদশা বলা হয়। আরো একবার প্রমান করে দিলেন তিনি কেন তাঁর সেই শিরোপা, কেন তিনি দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রিয়। যতই বিস্ফোরক মন্তব্য করুন, দল সবসময় নীরব থেকেই তাঁকে সমর্থন জুগিয়েছে। কখনো বা জুটেছে দিদির মৃদু তিরস্কার, কিন্তু আখেরে তা যে ‘আদরের বকুনি’ পরক্ষনেই স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী নিজে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর সেই ভালোবাসার প্রতিদানে তিনি এবার দুহাত ভরে দলকে ফিরিয়ে দিলেন। আগেই তাঁর নেতৃত্ত্বে বীরভূম জেলায় ঘাসফুল প্রার্থীদের জয়-জয়কার হয়েছে জেলা পরিষদে। গোটা জেলার ৪২ টি আসনের মধ্যে ৪১ টিতেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এনে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। একটি আসনে কোনোরকমে টিমটিম করে বিজেপি শুধু প্রার্থী দিতে পেরেছে, বীরভূমের রাজনৈতিক মহলে গুঞ্জন, সেখানেও হয়ত নির্বাচন হবে না, মনোনয়ন প্রত্যাহারের সময়েই সেখানেও জয়ী হয়ে যাবেন তৃণমূল প্রার্থী। আর জেলা পরিষদ এনে দেওয়ার পাশাপাশি তিনি তাঁর প্রিয় দিদিকে এবার আরো বড় উপহার দিলেন। জেলার ১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২ টিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এনে দিলেন ঘাসফুল শিবিরকে। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগেই বীরভূম তথা গোটা রাজ্য দেখে নিল অনুব্রত মন্ডলের দাপট, তাঁর ‘গুড়-বাতাসা’ আর ‘চরাম চরামের’ ক্ষমতা। মনোনয়ন পর্বের আগেই কথা দিয়েছিলেন বীরভূমের মাটিতে বিরোধীদের কোনো স্থান নেই, জেলাজুড়ে শুধু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়ন’ আর সেই উন্নয়নের জোয়ারেই ভেসে যাবে সব বিরোধিতা, সেই কথা তিনি তিনি মনোনয়ন পর্ব মিটতে না মিটতেই দেখিয়ে দিলেন। ফলে খুশির হাওয়া ঘাসফুল শিবিরে, চলছে বিজয় উৎসবের প্রস্তুতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!