এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে আবারো ‘অশালীন’ আক্রমন অনুব্রত মন্ডলের

বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে আবারো ‘অশালীন’ আক্রমন অনুব্রত মন্ডলের


বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের পায়ের তলার মাটিটা কি আস্তে আস্তে আলগা হচ্ছে? নাহলে যখন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বিজেপি মহিলা মোর্চার রাজ্যনেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে বিজেপি মহিলা কর্মীরা অনুব্রত মন্ডলের ‘কানের নীচে’ দেবেন, তখনো ‘শান্ত’ অনুব্রতবাবুর উত্তর ছিল – তিনি ‘গাল টিপে’ ছোট বোনের মত আদর করে দেবেন। আর কিছুদিন আগেই সংবাদমাধ্যমে খবরে প্রকাশ, বীরভূমে বিজেপির সভা ভণ্ডুল করতে আর বিজেপি কর্মীদের আটকাতে কিভাবে ৩৬ রকমের ‘ফর্মুলা’ প্রয়োগ করেছিলেন অনুব্রতবাবু, আর সেই তথ্য ফাঁস করেছেন স্বয়ং তাঁর সহকারী।

আর তাই কি এবার মেজাজ হারাচ্ছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা? প্রত্যাশামতোই গতকাল রামনবমী উপলক্ষে বীরভূম মাতালো হাজার হাজার বিজেপি কর্মী। নেতৃত্ত্ব দিলেন লকেট চট্টোপাধ্যায়, প্রত্যাশিত পথেই তিনি তীব্র সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর তার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেসও যে রামনবমী পালন করবেন আগেই জানিয়েছিলেন অনুব্রত মন্ডল, করলেনও তাই। তবে অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, অনুব্রত মন্ডলের আক্রমনের মূল নিশানায় ছিলেন শুধুমাত্র লকেট চট্টোপাধ্যায় আর তাঁর সম্পর্কে অনুব্রতবাবুর কুরুচিকর বিশেষণ এবারে ‘খেঁকশিয়াল’ বলে কলকাতার একনামী সংবাদমাধ্যমে খবরে প্রকাশ, যথারীতি একজন মহিলা সম্পর্কে এইধরনের শব্দ ব্যবহার করায় সমালোচনার ঝড় উঠেছে। তবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া শাসকদলের কাছ থেকে এখনো পাওয়া যায় নি।

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদমাধ্যমে কিছু বলা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!