এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলার ‘শান্তিপূর্ণ’ পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বললেন অনুব্রত মন্ডল

বাংলার ‘শান্তিপূর্ণ’ পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বললেন অনুব্রত মন্ডল


রাজ্যে পঞ্চায়েত ভোটগ্রহণ ঘিরে একের পর এক অশান্তির খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এখনো পর্যন্ত বিভিন্ন হিংসাত্মক ঘটনায় ভোটের বলি ৬, আহতের সংখ্যা অসংখ্য। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসকদলের দিকে। এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল নিজের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। আর আমরা ঝামেলা-ঝঞ্ঝাট কোনোদিনই চাই না। আগেও চাই নি, এখনো চাই না।

তিনি আরো জানান, প্রত্যেকটি অঞ্চলেই আমি জিতবো। কেন ঝামেলা করব? কিসের ঝামেলা করব? ভোট মানে উৎসব – উৎসবের দিনে মানুষ উৎসব করবে। আলুর দম-মুড়ি খাবে, ঘুঘনি খাবে, দানাদার খাবে। তবে দানাদার শক্ত, অনেক সময় ভাঙে না, দেওয়ালে মেরে ভাঙতে হয়। তাই বাতাসার ব্যবস্থা করি, রসগোল্লা তো আর সব গ্রামে পাওয়া যায় না। অশান্তি করা সিপিএমের কাছে শিখতে হবে। রামচন্দ্র ডোম অসুস্থ, নাহলে ওনার কাছে গিয়ে অশান্তি করা শিখে আসতাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!