এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ভাই নয়, অনুব্রতর মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুমিত রঞ্জন মন্ডল

ভাই নয়, অনুব্রতর মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুমিত রঞ্জন মন্ডল


বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের খুড়তুতো ভাই সুমিত রঞ্জন মন্ডল। জানা গেছে, পেশায় প্রাথমিক শিক্ষক এই সুমিত রঞ্জন মন্ডলের সঙ্গে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ভালো সম্পর্ক। ফলে লোকসভা নির্বাচনের পরে সেই সুমিতবাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এখন অনুব্রত মণ্ডল তার পরিবারে তৃণমূলের সমর্থন ঠিকমত বিস্তার করতে পারলেন না বলেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বোলপুরের রেল ময়দানে বিজেপির প্রকাশ্য জনসভায় অনুব্রত মণ্ডলের ভাই সুমিত রঞ্জন মন্ডলের পাশাপাশি বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দেড় হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায়, সহ সভাপতি দিলীপ ঘোষ, কালোসোনা মন্ডল, রামপ্রসাদ দাস সহ অন্যান্যরা।

কেন হঠাৎ দাদার সংস্পর্শ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি! এদিন এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের ভাই সুমিত রঞ্জন মন্ডল বলেন, “বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি বিজেপিতে যোগ দিয়েছি।” এদিকে বীরভূম জেলায় প্রধান কারিগর তৃণমূলের অনুব্রত মণ্ডলের পরিবারেই এহেন ভাঙ্গন দেখে এখন সমালোচক মহলের একাংশ তীব্র কটাক্ষ করতে শুরু করেছে।

আর এখানেই একাংশ প্রশ্ন করতে শুরু করেছেন, অনেকেই বলেন তৃণমূলে নাকি দক্ষ সংগঠক হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল। তাহলে যিনি নিজের পরিবার সামলাতে পারেন না, সেই ক্ষেত্রে বিজেপির এই উত্থান দমিয়ে কি করে বীরভূম জেলা রক্ষা করবেন তিনি! আর এদিন সেই সব প্রশ্নের উত্তর দিয়ে মুখ খুলে বিস্ফোরণ ঘটালেন অনুব্রত মন্ডল।

এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে, কে ভাই? ও আমার ভাই নয়। আমরা তিন ভাই। আমার বড় দাদার নাম সুব্রত, আমি অনুব্রত আর আমার ছোট ভাইয়ের নাম প্রিয়ব্রত। তাহলে ভাই হবে কি করে ?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই তিনি বলেন খুড়তুতো ভাই কথা থেকে আসবে। আমার বাবার কোনো ভাই নেই বোন নেই। ও আমার আমার পাশের বাড়ির ছেলে, আমাকে দাদা দাদা বলে। আর এর পরেই বিস্ফোরক অভিযোগ করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুমিত রঞ্জন মন্ডলের বিরুদ্ধে। তিনি বলেন একটা লম্পট ছেলে আমার ভাই কি জন্য হবে। ঘরে বৌ ঠেকতেও অন্য লোকের সাথে ফেঁসে আছে। ও আমার ভাই নয়। আমার বাবার কোনো ভাই নেই।

এদিকে এদিন বিজেপিতে অনেকে কর্মী সমর্থকদের যোগদান নিয়েও মুখ খোলেন অনুব্রত মন্ডল তিনি দাবি করেন যে, এত লোক কেউ যোগ দেয়নি। মোটে ২ জন যোগ দিয়েছে। বিজেপির দাবি লোকে বোকা নয়, রটে যা খুশি বলে বোঝানো যাবে না মানুষকে। ফলে সব মিলিয়ে জোরদার বাকযুদ্ধ তৃণমূল বিজেপির।

এই প্রসঙ্গে সুমিত অবশ্য কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। দাদা আমাকে ভাই বলতে অস্বীকার করেছে বলে কিছু মনে করিনি। রাজনীতিতে এসব কোনও ইস্যু নয়। স্বেচ্ছায়ই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে সুমিত জানিয়ে দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!