এবার অধীর চৌধুরীকে নিম্নাঙ্গের অন্তর্বাস পরিয়ে বাড়ি পাঠাবার হুমকি দিলেন অনুব্রত বিশেষ খবর রাজ্য December 2, 2017 বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের হুমকিনামা যেন থামছেই না। কিছুদিন আগে আব্দুল মান্নান ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের হাত-পা ভেঙে ফেলে রাখার হুমকি দেন। তারপর পুলিশকে ঘড়ি ধরে সময় বেঁধে দেন, বিরোধীদের ‘শায়েস্তা’ করার জন্য। আর এবার তিনি পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিয়ে। এক প্রকাশ্য দলীয় সভায় তিনি কার্যত হুমকি দেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। অনুব্রত মন্ডল জানান, কিছুদিন আগে অধীরবাবু নাকি বলেছিলেন যে অনুব্রতবাবু সিকিউরিটি-পুলিশ নিয়ে ঘোরেন, আর তাই তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছেন। বিনা সিকিউরিটি ও পুলিশি পাহারায় মুর্শিদাবাদে সভা করে আসবেন, পারলে অধীরবাবু তাঁর পাঞ্জাবি খুলে দেখান। কিন্তু অধীরবাবু এবার বীরভূমে সভা করতে এলে, তিনি শুধু নিম্নাঙ্গের অন্তর্বাস পরিয়ে অধীরবাবুকে বাড়ি পাঠাবেন। বলায় বাহুল্য এমন অশ্লীল ভাষা প্রকাশ্য সভায় ব্যবহৃত হওয়ায় যথেষ্ট হইচই পরে গেছে রাজ্য-রাজনীতিতে। আপনার মতামত জানান -