এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যত এগোচ্ছে বিধানসভা তত বদলে যাচ্ছেন বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত? তুমুল জল্পনা শুরু দলেই

যত এগোচ্ছে বিধানসভা তত বদলে যাচ্ছেন বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত? তুমুল জল্পনা শুরু দলেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গুড় বাতাসা থেকে শুরু করে চরাম চরাম ঢাক, বিরোধীদের চমক! ভোটের দামামা বাজলেই খবরের শিরোনামে থাকেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কখনও পুলিশকে বোম মারা, আবার কখনও বা ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর তার এক একটি বক্তব্য মুহূর্তের মধ্যে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যায়। কিন্তু এহেন অনুব্রত মণ্ডল যিনি প্রায়শই হুমকি এবং ধমক দিয়ে সকলকে দাবিয়ে রাখেন, সেই তিনিই কিনা এখন সম্পূর্ণরূপে শান্ত!

বিভিন্ন সভা সমিতিতে যাচ্ছেন, কিন্তু একফোঁটাও বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে না এককালে বিতর্কের শিরোনামে থাকা বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। যার ফলে অনেকেই তার এই আচরন নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন। একাংশ বলেছেন, আসলে অনুব্রত মণ্ডল এখন প্রশান্ত কিশোরের নজরে রয়েছেন। বর্তমানে প্রশান্ত কিশোর এবং তার টিম সমস্ত নেতাদের কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করতে হবে, তা শিখিয়ে দিচ্ছেন।

স্বাভাবিক ভাবেই বিভিন্ন সময়ে তিনি নিজের মত করে বিতর্কিত মন্তব্য করলেও, এখন যে দলের নজরে রয়েছেন এবং তার কারণেই যে তিনি এই বিতর্কিত মন্তব্য করতে পারছেন না, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে অনেকে আবার বলছেন, অনুব্রত মণ্ডল এখন নিজে থেকেই সরে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বুঝতে পারছেন, সামনের লড়াইটা খুব একটা সহজ নয়। তাই আসন্ন নির্বাচনের আগে তিনি নিজের মত করে সংগঠন সাজানোর দিকে সবথেকে বেশি মনোযোগী হয়েছেন।

সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে অনুব্রত মন্ডলের কাছে বার্তা পৌঁছেছে, এবার কথাবার্তায় রাশ টানতে হবে। স্বাভাবিক ভাবেই তিনি এবার কম মুখ খুলে বরঞ্চ কোথায় সংগঠন খারাপ, সেদিকে বেশি নজর দেওয়ার চেষ্টা করছেন। একাংশের মতে, অনুব্রত মণ্ডল দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মাঝেমধ্যেই তার বিতর্কিত মন্তব্য গোটা রাজ্যে বিরোধীদের কাছে তৃণমূলের বিরুদ্ধে প্রধান ইস্যু হয়ে দাঁড়ায়। যার ফলে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও চাপে পড়ে। কিন্তু এবারের নির্বাচন অত্যন্ত চাপের। তাই সেই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের টিমের নজরদারি থাকার কারণে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবার সেই অনুব্রত মণ্ডলকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছেন। আর তাতেই কিছুটা হলেও সর্তকতা অবলম্বন করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলে দাবি একাংশের।

তবে এই পরিস্থিতি যে সাময়িক, সেই ব্যাপারে পাল্টা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “ভোট এগিয়ে আসছে। তাই অনুব্রত মণ্ডলকে এখন একটু ভালো সাজার চেষ্টা করতে হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে যা হয়েছিল, মানুষ ভোলেননি। সেই অত্যাচার এবং সন্ত্রাসের জবাব মানুষ 2019 এর ভোটে কিছুটা দিয়েছেন। পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে ভোট হয়নি। হলে তৃণমূল আরও কড়া জবাব পেত‌। অনুব্রত মণ্ডল বুঝতে পারছেন, 2021 এর ভোট আর সেভাবে হবে না। তাই কয়েকটা ভালো ভালো কথা বলে মানুষকে পঞ্চায়েতের স্মৃতি ভোলানোর চেষ্টা করছেন।”

কিন্তু হঠাৎ করেই তার এই পরিবর্তন কেন? তাহলে কি সামনে নির্বাচন, তাই তিনি এখন দেখেশুনে বক্তব্য রাখছেন? এদিন এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “আমি এর ব্যাখ্যা দেব না। মেজাজ বদলের কিছু নেই। আগেও আমি এমন কিছু বলতাম না। এখনও বলছি না।” কিন্তু মুখে অনুব্রতবাবু যে কথাই বলুন না কেন, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যাকে নিয়ে সব সময় বিতর্ক তৈরি হত, সেই তিনি যে এখন দেখেশুনে এবং সর্তকতা অবলম্বন করেই বক্তব্য রাখছেন, তা বুঝতে বাকি নেই কারোরই।

আর অনুব্রত মন্ডলের এই সর্তকতা যে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ এবং প্রশান্ত কিশোরের নজরদারির অন্যতম কারণ, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। কিন্তু কতদিন অনুব্রতবাবু নিজে এই সর্তকতা পালন করতে পারেন এবং বিতর্কিত মন্তব্য করা থেকে নিজেকে দূরে রাখতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!