এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অগ্নিগর্ভ অনুব্রত-গড়! লাঠি-বোমায় দিকে দিকে আক্রান্ত বিজেপি! অভিযোগের তীর তৃণমূলের দিকে!

অগ্নিগর্ভ অনুব্রত-গড়! লাঠি-বোমায় দিকে দিকে আক্রান্ত বিজেপি! অভিযোগের তীর তৃণমূলের দিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিকে দিকে তৃনমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিসের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার রাতে শান্তিনিকেতনের কংকালী পঞ্চায়েতের হুলিয়া গ্রামের্ বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠল। যেখানে সোশ্যাল মিডিয়ায় গ্রামবাসীদের হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি কর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার সন্ধ্যায় বোমা এবং লাঠি নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব শুরু করলে তারা বিজেপির পার্টি অফিসের সামনে গিয়ে বোমাবাজি করে‌। তারপর এলাকাতেও তারা বেশকিছু বোমা ফাটায়‌। পরবর্তীতে পরিস্থিতি সামলাতে পুলিশ আসলে কিছুটা হলেও পরিস্থিতি আসে। এদিন এই প্রসঙ্গে এক বিজেপি সমর্থক বলেন, *গ্রামে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, এই হুঁশিয়ারি দিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। আমরা প্রচন্ড আতঙ্কে রয়েছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে রবিবার রাতে সিউড়ির কোমা পঞ্চায়েতের মেটেগ্রামে 3 বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানানো হয়েছে। তবে দিকে দিকে বিজেপির কর্মী এবং পার্টি অফিসের সামনে তৃণমূলের পক্ষ থেকে এই হামলার অভিযোগ ওঠায় এখন ব্যাপক চাপে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, “সেদিন রাতে শান্তিনিকেতন এবং সিউড়ি থানায় পৃথক ঘটনায় আমাদের কর্মীদের ওপর তৃণমূল হামলা চালিয়েছে। বোমাবাজি লুটপাট ও মারধর করা হয়েছে। পুলিশকে ঘটনার কথা জানানো হয়েছে।”এদিকে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিন এই প্রসঙ্গে সিউড়ি 2 ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বলেন, *কোমাতে বিজেপি সমর্থকরা রাস্তার ধারে থাকা গাছ কেটে নিয়েছিল। স্থানীয় বাসিন্দারা তা উদ্ধার করতে গেলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। বিজেপি মিথ্যা ভাবে ঘটনাকে সাজাচ্ছে।” তবে গোটা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপির তরজা চরম আকার ধারণ করবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের‌। এখন সমগ্র পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!