এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘গুড়-বাতাসা’ নিয়ে ফের একবার বিতর্কে জড়ালেন অনুব্রত

‘গুড়-বাতাসা’ নিয়ে ফের একবার বিতর্কে জড়ালেন অনুব্রত

পঞ্চায়েত নির্বাচন খুব একটা দূরে নয় আর তার আগেই পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের চাপা হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল।তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল যখনই মুখ খোলেন বিতর্ক বাড়ে কখনো চড়াম-চড়াম,তো কখনো গুড়-বাতাসা,তো আবার বোমা-মারা। সাঁইথিয়া ব্লকে দলের মহিলা সম্মেলনে যোগ দিয়ে এদিন ফের বিতর্ক বাড়ালেন ‘গুড়-বাতাসা’ তত্ব নিয়ে।মনোনয়ন পর্বের শুরুতেই ‘গুড়-বাতাসা’ দেবার কথা জানিয়েছেন তিনি। এই নিয়ে বলেন, “মনোনয়নের দিন মনোনয়ন কেন্দ্রের সামনে তিন হাজার মহিলা দঁড়িয়ে থাকবেন। তাঁদের মাথায় থাকবে ঝুড়ি। ঝুড়ির ভিতর বাতাসা। কাঁখে কলসি। সেখানে জল। যাঁরা মনোনয়ন জমা দিয়ে আসবেন, তাঁদের গুড় বাতাসা আর জল দিয়ে আপ্যায়ন করবেন দলের মহিলা সমর্থকেরা।”তিনি আরো জানান যে,“যেখানে যেমন পরিস্থিতি তেমনই হবে। সাতদিন ধরে গরমের সময় মনোনয়ন জমা হবে। কারও কারও মাথা গরম হয়ে যেতে পারে। মহিলারা তাদের বাতাসা দিয়ে জল দেবে। তাতে দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। আর তাছাড়া মহিলারা গ্রামে গ্রামে বাতাসা দিয়ে জল দিতে ভালবাসে। আমার মহিলা কর্মীরা তাই যারাই মনোনয়ন দিতে আসবে তাদের গুড়-বাতাসা দেবে।” ফলে রাজ্যে বিতর্ক শুরু হয়েছে। কেননা আগের সব নির্বাচনেই বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করেছে বিরোধীদের বিরুদ্ধে। তাদের দাবি, অনুব্রতবাবু গুড় বাতাসের নাম করে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। কিন্তু বিরোধীদের মতে পাঁচ বছর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় এই গুড় বাতাস দিয়েই ভোট করার নির্দেশ দিয়েছিলেন অনুব্রত এবারেই তেমন কিছু করতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!