এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > কাকে ভয় পান অনুব্রত, জানালেন এবার

কাকে ভয় পান অনুব্রত, জানালেন এবার


 

বীরভূম জেলা রাজনীতিতে তার বিকল্প এখনও পর্যন্ত হয়ে উঠতে পারেননি কেউ। শুধু বীরভূম নয়, বিতর্কিত মন্তব্য করার দিক থেকে তার সাথে পাল্লা দেয়, সারা রাজ্য জুড়ে এমন নেতার যথেষ্ট অভাব আছে। কখনও গুড় বাতাসা, কখনও চড়াম চড়াম, বিতর্কে অনুব্রত মন্ডলের সাথে পাল্লা দেওয়া অত্যন্ত কঠিন। তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। দিদি অন্তপ্রাণ। একবার তার কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি সবথেকে বেশি কাকে ভয় পান! তখন অনুব্রত মণ্ডল বলেছিলেন, “ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

আর এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, শনিবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা নিয়ে নলহাটি 2 নম্বর ব্লকের লোহাপুরে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, ব্লক তৃণমূল সভাপতি বিভাস অধিকারী, নলহাটির তৃণমূল বিধায়ক মইনুদ্দিন সামস, দলের জেলা সহ-সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি সহ অন্যান্যরা।

আর সেই সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে এই নাগরিকত্ব আইনের বিপক্ষে নিজের মত পোষণ করেন অনুব্রত মণ্ডল। কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “আমরা জীবন থাকতে এনআরসি করতে দেব না। বীরভূমে তো কোনো কথাই নাই। যেদিন মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করবে, পশ্চিমবঙ্গে সার্ভে হবে। আমাদের সরকারের লোক যাবে। সেদিন আমরা মানব। মোদী, অমিত শাহর কথা মানব না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মরে যায়নি। তার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এনআরসি করতে দেব না। চ্যালেঞ্জ করে গেলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই বিজেপির উদ্দেশ্যে আরও চ্যালেঞ্জ করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, “যদি পশ্চিমবঙ্গে এনআরসি করতে পার, তাহলে ভাবব, তোমরা বাপের ব্যাটা। 2021 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একা 250 টা আসন জিতবে। 2024 সালের লোকসভা নির্বাচনে মোদী তোমার ঘুম কেড়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়।”

এদিকে এদিনের সভা থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাকালীর ভক্ত অনুব্রত মণ্ডল সোজা চলে যান আকালিপুরে গুহ্যকালীর মন্দিরে। সেখানে গিয়ে পুজো দিয়ে প্রার্থনা করেন তিনি। কিন্তু ঠিক কী প্রার্থনা করলেন ভক্ত অনুব্রত মণ্ডল! এদিন

এই প্রসঙ্গে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, “মায়ের কাছে প্রার্থনা করলাম, এমন হানাহানির সরকার যেন কেন্দ্রে না থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সুস্থ থাকেন। বিধানসভা নির্বাচনে 230 থেকে 250 টি আসন যাতে আমাদের ঝুলিতে আসে, সেই কামনা করলাম। আমার স্ত্রী দুই বছর ধরে ক্যান্সারে ভুগছে। মায়ের কাছে প্রার্থনা করলাম, তাকে সুস্থ করে দাও।” সব মিলিয়ে কেন্দ্রের সরকারকে বিদায় জানানোর আবেদন নিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। তবে এখন মা গুহ্যকালী ভক্ত অনুব্রত মণ্ডলের এই প্রার্থনা কতটা রাখেন! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!