এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি নেতাদের এবার ‘ভাঙ খোর’ বলে কটাক্ষ অনুব্রত মন্ডলের

বিজেপি নেতাদের এবার ‘ভাঙ খোর’ বলে কটাক্ষ অনুব্রত মন্ডলের

ত্রিপুরাতে প্রায় শূন্য থেকে শুরু করে একেবারে ৫০% ভোট নিয়ে আর দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে সরকার গড়ছে বিজেপি। আর তাই এবার ত্রিপুরার ‘চলো পাল্টাই’ স্লোগানের মত বিজেপির অন্দরমহলে ডাক উঠে গেছে ‘এবার বাংলা’। যেসব নেতা কর্মীর মনে এতদিন সামান্য সংশয় ছিল বা পরিবর্তনপন্থী অন্যদলের রাজনৈতিক কর্মীরা গেরুয়া শিবিরে যাওয়া নিয়ে দোদুল্যমান ছিলেন তাঁরা নাকি এবার কোমর বেঁধে বাংলায় ‘পরিবর্তনের পরিবর্তন’ করতে কোমর বেঁধে নেমে পড়তে চলেছেন, এমনটাই দাবি বিজেপি শিবিরের। আর সেই পরিবর্তনের লক্ষ্যে বাংলায় বিজেপি সবথেকে গুরুত্ত্ব দিতে চলেছে বীরভূম জেলায় বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ।

আর এবার সেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মন্ডল, কার্যত বঙ্গ বিজেপি নেতাদের ‘ভাঙ খোর নেশাগ্রস্ত’ উপাধি দিলেন। গতকাল তারাপীঠে এক দলীয় অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির ত্রিপুরা জয় ও বাংলায় তার প্রভাব সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে তিনি বলেন, বিজেপি নেতারা ভাঙ খেয়ে রয়েছে, তাই পশ্চিমবঙ্গ দখলের অলীক স্বপ্ন দেখছে। দুর্গা পুজো, কালী পুজোর সময় ভাঙ যখন কেউ খায় তখন নেশার ঘরে অনেক কিছু বলে থাকে। কেন ত্রিপুরা ধরে রাখতে পারল না সেকথা সিপিএম বলতে পারবে। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের ফল কেন খারাপ হয়েছে সেটা সংগঠন দেখবে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন। কিন্তু বাংলায় বিজেপি কিছুই করতে পারবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!