এখন পড়ছেন
হোম > রাজ্য > আমরা খুন করতে জানি না, খুন-খারাপি করতে চাইও না: অনুব্রত মন্ডল

আমরা খুন করতে জানি না, খুন-খারাপি করতে চাইও না: অনুব্রত মন্ডল

মনোনয়ন পেশের অতিরিক্ত দিনে বীরভূম জেলার সিউড়ির কড়িধ্যার ভাটিপাড়ায় ঘটলো প্রাণঘাতী এক হিংসার ঘটনা। এদিনের ঘটনায় হিংসার শিকার হলেন শেখ দিলদার। বিজেপির তরফে অভিযোগের তীর শাসক দলের দিকে এলেও তৃণমূল শিবির জানাচ্ছে ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের ঢুকিয়ে দিলদারকে খুন করেছে বিজেপি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ প্রসঙ্গে জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দাপুটে বিধায়ক অনুব্রত মন্ডল বললেন, ”আমরা খুন করতে জানি না। খুন, খারাপি করতে চাইও না।পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। ঝাড়খন্ড থেকে বহিরাগতদের এনে আমাদের লোকেদের খুন করছে। এই জিনিস কিন্তু বরদাস্ত করব না।” বহিরাগত অনুপ্রবেশের কথার সূত্র ধরে তাঁকে সীমান্তে নজরদারির ক্ষেত্রে পুলিশের ঘাটতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি স্পষ্টতই জানালেন, ”সেটা আমি বলব না, পুলিশ বলবে। তবে সীমান্তে নজরদারির ক্ষেত্রে আমরা পুলিশকে আরও সক্রিয় হওয়ার কথা বলেছি।” উল্লেখ্য এদিন কড়িধ্যায় সিউড়ি-১ নম্বর ব্লক অফিস চত্বরেই পুলিশের সামনে দুষ্কৃতিদের চালানো গুলির আঘাতে মৃত্যু হয় শেখ দিলদারের। জেলায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার নীলকান্তম সুধীরকুমার দাবি করে জানালেন, ”কারা খুন করল, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা নজরদারির ক্ষেত্রে ১০০ শতাংশ সক্রিয়তা বজায় রাখছি।” অবশ্যবিজেপির জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলের মতে, ”পুলিশ আবার সক্রিয় হতে বাকি রেখেছে কি! ওরা তো শাসকদলের ক্যাডারবাহিনীর মতো কাজ করছে। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত, তাহলে বীরভূম জেলা জুড়ে এতো অশান্তি কখনই হত না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!