এখন পড়ছেন
হোম > রাজ্য > আদিবাসীরা ভালো মানুষ, ওদের কেউ ভুল বুঝবেন না: অনুব্রত মন্ডলের

আদিবাসীরা ভালো মানুষ, ওদের কেউ ভুল বুঝবেন না: অনুব্রত মন্ডলের

আদিবাসীরা ভালো মানুষ, ওদের কেউ ভুল বুঝবেন না, মন্তব্য অনুব্রত মন্ডলের। এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ বাঁকুড়ার হীড়বাঁধের নন্দা গ্রামে তৃণমূল সভায় প্রধান বক্তা ছিলেন অনুব্রত মন্ডল। এদিন তিনি ওই সভায় মন্তব্য করেন, “আদিবাসীরা ভালো মানুষ। ওদের কেউ ভুল বুঝবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে আমি একদিনের মধ্যে বীরভূমে ৪ লক্ষ আদিবাসী জোগাড় করব। তা না হলে রাজনীতি ছেড়ে দেব।” প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি বাঁকুড়ার জঙ্গলমহলে আদিবাসী সম্প্রদায়ের একাংশ বঞ্চনার অভিযোগে সরব হয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় সভা করেছেন। আর তাই রাজনৈতিক কৌশলে অনুব্রতবাবু ওই মন্তব্য করেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন অনুব্রতবাবু ওই সভায় বিরোধীদের তীর বিঁধতে ভোলেন নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর কথায়, “সামনে পঞ্চায়েত নির্বাচন। বাঁকুড়ায় অনেক ডালপালা দাঁড়িয়েছে। ওইসব ডালপালা ৩৪ বছর লুটেপুটে খেয়েছে। ওরা রাক্ষস। ওরা নিজের স্বার্থ দেখে। মানুষের পাশে থাকে না। তৃণমূল সবসময় মানুষের জন্য কাজ করে। বীরভূমে সংখ্যাগরিষ্ঠ আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, কেতুগ্রাম এবং মঙ্গলকোটেও কেউ দাঁড়াতে চায়নি। তার জন্য অনেকে আমাকে দোষ দিচ্ছে। কিন্তু, আমি তো কাউকে মনোনয়ন জমা দিতে নিষেধ করিনি। আসলে উন্নয়নের স্বার্থেই কেউ দাঁড়ায়নি। আমার নামে মিথ্যা প্রচার হচ্ছে।” এদিন তিনি সরাসরি সিপিএমকে দুষে মন্তব্য করেন, “সিপিএমের মুখে সন্ত্রাসের কথা মানায় না। বোলপুরে আমি ২০০৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। ওইসময় সিপিএম এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে। ৩৪ বছর ধরে সিপিএম রাজ্যটাকে অন্ধকার করে রেখেছিল। এখন আলো এসেছে। ফের রাজ্যকে অন্ধকার করবেন না। সিপিএম এখন আদালত আর বাড়ি করছে। বাড়িতে ফিরে স্ত্রীকে বলছে, অনেক কাজ করেছি। টাকার জন্যই ওরা এসব করছে।” আবার বিজেপিকেও তীর ছুড়ে বলেছেন, “বিজেপি এবং মোদি বড় মিথ্যাবাদী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এখানকার মতো উন্নয়ন হয়নি। তারপরেই বলেন, আমাকে ভয় দেখাবেন না। আমি ভয় পাই না। আমাকে চোখ দেখাবেন না। আমি ওসব শুনব না। আমি মৃত্যুকে ভয় পাই না।” সবশেষে গলার স্বর নরম করে নিজের স্ত্রীর ব্যাধির জন্য নিজেকে দায়ী করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!