এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > কি করে ভোট করতে হয় জানি ! দিল্লি কেন আমেরিকা থেকে ফোর্স আনলেও জিতব, বিরোধীদের উপর পাচনের বাড়ি শুরু : অনুব্রত

কি করে ভোট করতে হয় জানি ! দিল্লি কেন আমেরিকা থেকে ফোর্স আনলেও জিতব, বিরোধীদের উপর পাচনের বাড়ি শুরু : অনুব্রত

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যাচ্ছে রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীদের। আর বিজেপিকে তীব্র ভৎসনা ও কটাক্ষ করার দিক থেকে সবার শীর্ষে রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বিগত বিধানসভা হোক বা পঞ্চায়েত- একের পর এক বিতর্কিত মন্তব্য করে রাজ্য রাজনীতিকে সরগরম করে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রিয় কেষ্ট। কখনো গুড় বাতাসা খাওয়ানো তো কখনো পাচনের বাড়ি মারার নিদান দিয়ে বিতর্ক বাড়িয়ে দিয়েছিলেন তিনি। লোকসভা ভোটের দামামা বাজতে না বাজতেই বিজেপির বিরুদ্ধে প্রবল দাগতে শুরু করছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 19 শে জানুয়ারি সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি ঐতিহাসিক জনসভা ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জনসভাকে সার্থক রূপ দিতে ইতিমধ্যেই তার প্রস্তুতি সভার হিসেবে বীরভূম জেলার সর্বত্র সভা করে বেড়াচ্ছেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

গতকালই লাভপুর ব্লক এর কিষাণ মান্ডি পেছনের মাঠে একটি জনসভায় উপস্থিত হন তিনি। যেখানে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভিজিৎ সিংহ, জেলা তৃণমূল যুবর সভাপতি গদাধর হাজরা, লাভপুর ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিনের এই সভা থেকেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। তিনি বলেন, “ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি বলেছিলেন বছরে 10 কোটি চাকরি দেবো, কিন্তু এখনও পর্যন্ত একটিও চাকরি তিনি দিতে পারেননি। অসমে ক্ষমতায় আসার পর 40 লক্ষ মানুষকে সেখান থেকে তাড়াতে চাইছে বিজেপি। তাই 2019 এ কেন্দ্রে মোদিকে হটিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ক্ষমতায় বসবে।”

অন্যদিকে এদিন বাংলার তৃণমূল সরকারের প্রভূত উন্নয়ন প্রসঙ্গেও সাধারণ মানুষকে বিস্তারিত বিবরণ দেন অনুব্রত মণ্ডল। এদিকে এদিনের লাভপুরের এই সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও তুমুল সমালোচনা করেন তিনি। অনুব্রত মন্ডল বলেন, “কোনো এক রাখাল বাগাল এমএলএ বলছে দিল্লি থেকে পুলিশ এনে এখানে ভোট করবে। তাঁকে বলি, কিভাবে ভোট করতে হয় আমি জানি। দিল্লি তো দূর অস্ত, আমেরিকা থেকে ফোর্স এনে ভোট করালেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 42 টা লোকসভা আসনই পাবে।”

অন্যদিকে এদিনের অনুষ্ঠান থেকে ফের পাচনের বাড়ি দেওয়ার কথাও শোনা যায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতির গলায়। দলীয় প্রধানদের হুশিয়ারি দিয়ে এদিন তিনি বলেন, “কোনো গরিব লোকের বাড়ি তৈরীর ঢাকা যদি কেউ চুরি করে তাহলে তাঁকে আমি ছাড়বো না, সরাসরি জেলে ঢুকিয়ে দেব। আগামী 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন। 6 তারিখ থেকে পাচনের বাড়িতে উর্বর জমি সোজা করে দেবো। এখানে যদি কেউ উন্নয়নে বাধা দেয় তাঁকে আমি ছাড়বো না।”

রাজনৈতিক মহলের মতে, সারা বাংলার মধ্যে এবার বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রও পাখির চোখ করেছে বিজেপি। আর বিজেপির সেই পরিকল্পনা টের পেয়েই এদিন ফের পাচনের বাড়ি দেওয়ার কথা বলে গেরুয়া শিবিরের উদ্দেশ্যেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!