এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতর জামিনের আবেদন খারিজ আদালতে ! জেল হেফাজতের নির্দেশ দিল আদালত!

অনুব্রতর জামিনের আবেদন খারিজ আদালতে ! জেল হেফাজতের নির্দেশ দিল আদালত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আজ বুধবার ১৪ দিনের সিবিআই হেফাজতের পর পূনরায় তৃণমূলের  বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডলকে আসানসোলের আদালতে তোলা হয়। এদিন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে প্রায় একঘণ্টা সওয়াল জবাব চলার পর অবশেষে জেল হেফাজতে নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

প্রসঙ্গ উল্লেখ্য যে এদিন  অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করলে ফের আদালতে সিবিআইয়ের আইনজীবী  প্রভাবশালী তত্ত্ব নিয়ে সরব হন সেইসাথে জামিনের বিরোধতা করে সিবিআই আইনজীবী জানান ষড়যন্ত্র যেকোনও সময় যেকোনও স্থান থেকেই হতে পারে  এবং তদন্তে প্রভাবিত হতে পারে বলে জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই। পাশাপাশি জেল হেফাজতে গিয়েও জিজ্ঞাসাবাদ করার অনুমতিরও আর্জি জানান ।

অবশেষে দীর্ঘ সওয়াল জবাব শোনার পর বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি , আগামী ৭ সেপ্টেম্বর ফের তাঁকে আদালতে তোলা হবে এমনটা খবর । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!