এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতর জীবনী নিয়ে তৈরি হচ্ছে বই, একি বললেন সুকান্ত!

অনুব্রতর জীবনী নিয়ে তৈরি হচ্ছে বই, একি বললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নানা সময় নানা মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তার জনপ্রিয় মন্তব্যের জেরে এবার সেই অনুব্রত মণ্ডলকে নিয়েই প্রকাশ হতে চলেছে একটি বই। যার নাম দেওয়া হয়েছে “খেলা হবে।” খুব দ্রুত এই বইয়ের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্বভাবতই অনুব্রতবাবু এবং তার অনুগামীদের এই বইকে ঘিরে রীতিমতো কৌতুহলী হয়ে উঠেছে। তবে এবার গোটা বিষয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “বাংলার যে অবনতি ঘটছে, এটাই দেখা বাকি ছিল। অনুব্রত মণ্ডলের মত লোকেরও জীবনী বের হচ্ছে। আর তার উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি এর উদ্বোধন করছেন। পশ্চিমবঙ্গবাসী দেখুন, এর দ্বারা বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে! আমি খুব একটা অবাক হব না, যদি কিছুদিন পরে অনুব্রত মণ্ডলের জীবনী স্কুলের পাঠ্য করা হয়।”

বিশেষজ্ঞরা বলছেন, বারবার ভোটের সময় অনুব্রত মণ্ডলের সন্ত্রাসের বিষয়টি উঠে আসে। এমনকি বীরভূম জেলা অনুব্রত মণ্ডলের ভয়ে তটস্থ বলেও দাবি করেন একাংশ। আর এই পরিস্থিতিতে সেই অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে বই উদ্বোধন এবং তা উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সেই বিষয়টি তুলে ধরে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!