এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত মণ্ডলকে ফের নোটিশ কমিশনের, ভোটের আগে অস্বস্তি বাড়ল তৃণমূলের!

অনুব্রত মণ্ডলকে ফের নোটিশ কমিশনের, ভোটের আগে অস্বস্তি বাড়ল তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজরবন্দি করা হয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু নজরবন্দি করার একদিন পরেই হঠাৎ করে সকলের নজর এড়িয়ে উধাও হয়ে যান অনুব্রত মণ্ডল। বুধবার প্রায় ঘণ্টা তিনেক নিখোঁজ হয়ে যান তিনি। যার ফলে রীতিমত শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তাকে কমিশনের পক্ষ থেকে নজরদারি করার পরেও কেন তিনি সকলের চোখ এড়িয়ে উধাও হয়ে গেলেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার অনুব্রত মণ্ডলকে আবার নোটিশ পাঠাল নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালে নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে যান অনুব্রত মণ্ডল। যেখানে তার পেছনে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের গাড়ি যায়। কিন্তু লাভপুরে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই রাস্তার মধ্যে অনুব্রত মণ্ডলের গাড়ির গতি বাড়িয়ে দিতে শুরু করে। স্বাভাবিক ভাবেই রাস্তায় যানজট থাকায় এবং অন্য গাড়ি এসে পড়ায় আটকে যায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। আর এরপর থেকেই অনুব্রত মণ্ডলের গাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তবে অবশেষে তিন ঘণ্টা পর তারাপীঠ মন্দিরে পুজো দিতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। তারপর নজরবন্দী করে নির্বাচন কমিশন। তবে হঠাৎ করে ঘণ্টা তিনেক অনুব্রত মণ্ডল কোথায় গিয়েছিলেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই এবার তাকে ফের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোনোমতেই নজরদারি প্রক্রিয়া এড়িয়ে যেতে পারবেন না অনুব্রত মণ্ডল। নজরদারির সমস্ত নিয়ম মানতে হবে তাকে।

বিশ্লেষকরা বলছেন, রাত পোহালেই বীরভূম জেলায় সব আসনে নির্বাচন রয়েছে। আর তার আগে অনুব্রত মণ্ডলকে আবার কমিশনের পক্ষ থেকে দ্বিতীয় নোটিশ তৃণমূল কংগ্রেসের অস্বস্তি ব্যাপকভাবে বাড়িয়ে দিল। নির্বাচনে তিনি প্রভাব সৃষ্টি করতে পারেন বলে নানা মহলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। আর তারপরেই কমিশনের পক্ষ থেকে তাকে নজরবন্দি করা হয়েছিল।

কিন্তু নজরবন্দি করার পরের দিনেই ঘন্টা তিনেক সকলের চোখ এড়িয়ে অনুব্রত মণ্ডলের উধাও হয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন সকলে। আর তার পরিপ্রেক্ষিতেই এবার নজরদারি যে তিনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না, তা জানিয়ে দিয়ে আবার অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়ে দিল নির্বাচন কমিশন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!