এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত অ্যাকশন? প্রভাবশালী সংখ্যালঘু তৃণমূল নেতা দল ছাড়ার ৪ দিনের মধ্যেই ফিরে এলেন দলে

অনুব্রত অ্যাকশন? প্রভাবশালী সংখ্যালঘু তৃণমূল নেতা দল ছাড়ার ৪ দিনের মধ্যেই ফিরে এলেন দলে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম জেলায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতাপ অব্যাহত। জেলার দোর্দন্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের প্রভাব কিছুমাত্র কমে নি। সম্প্রতি রামপুরহাট পুরসভার প্রশাসক অশ্বিনী তিওয়ারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের দল ছাড়ার কথা কিছুদিন আগেই জানিয়েছিলেন পুরসভার বিদায়ী কাউন্সিলর আব্বাস হোসেন। কিন্তু চারদিন পর গতকাল শনিবার ভোল বদল তাঁর। তিনি জানালেন যে, শাসক দল তৃণমূলের প্রতিই আস্থাবান আছেন তিনি।সবটাই অনুব্রত মন্ডলের প্রভাব বলে ধারণা বিশ্লেষকদের।

প্রসঙ্গত রামপুরহাট পুরসভার বিদায়ী কাউন্সিলর আব্বাস হোসেন রামপুরহাট শহর তৃণমূলের কো-অর্ডিনেটর পদেও আছেন। তিনি কিছুদিন আগে রামপুরহাট পুরসভার প্রশাসক অশ্বিনী তিওয়ারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে। তবে গতকাল শনিবার তিনি তৃণমূল কার্যালয়ে রাজ্যের মন্ত্রী তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে জানালেন যে, শাসক দল তৃণমূলেই থাকবেন তিনি।

গতকাল রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কাছে জানালেন, ” আব্বাস হোসেন তো তৃণমূল ছড়ার কথা জানাননি। তিনি দলে ছিলেন, দলেই রয়েছেন। আর দলের মধ্যে যেটুকু মান-অভিমান হয়েছিল, তা ইতিমধ্যেই মিটে গিয়েছে। আমরা খুশি।’’ এ প্রসঙ্গে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে, আব্বাস হোসেনকে দলের কো-অর্ডিনেটর পদে পূর্বের মতই বহাল রাখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গতকাল আব্বাস হোসেন জানালেন যে, তিনি তৃণমূলেই আছেন। দলে যেটুকু সমস্যা ছিল, তা বিধায়ক সমাধান করে দিয়েছেন। বিধায়ক জানিয়েছেন যে, কোন সমস্যা হলে তাঁকে জানাতে। তিনি তৃণমূল দলের হয়েই কাজ করবেন। কোন সমস্যা হলে তিনি বিধায়ককে জানাবেন। প্রসঙ্গত, গত ১৫ বছর ধরে কাউন্সিলর থাকা আব্বাস হোসেন দলত্যাগের কথা ঘোষণা করায় তীব্র অস্বস্তিতে পড়েছিল জেলা তৃণমূল। জেলা নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে দলে ফেরানোর জন্য তখন থেকেই তৎপরতা শুরু হয়েছিল। মূলত, অনুব্রত মণ্ডলের চেষ্টাতেই তিনি আবার দলে ফিরলেন বলে ধারণা সকলের। বীরভূম জেলায় তৃণমূলের একছত্র ক্ষমতার অধিকারী দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের প্রভাব এখনো হ্রাস পায়নি।

ইতিপূর্বে, অনুব্রত মণ্ডল তাঁর দাপটের পরিচয় বহুবার দেখিয়েছেন। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতি বিরূপ মন্তব্য করেছেন তিনি। চরাম চরাম, গুড় বাতাসা, পুলিশকে বোমা মারা ইত্যাদি মন্তব্যে ঝড় তুলে ছিলেন রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে বিরোধীদের প্রার্থী দিতে দেননি তিনি। উন্নয়ন বাহিনী, পাচঁন বাড়ি ইত্যাদিও ঝড় তুলেছিল রাজনীতির অঙ্গনে। এখনও যে তার প্রতাপ একটুও হ্রাস পায় নি, তার প্রমান প্রভাবশালী সংখ্যালঘু নেতার দল ছাড়ার কথা বলেও, চার দিনের মধ্যে তার সিদ্ধান্ত বদল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!