এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতকে এবার তীব্র আক্রমণ দিলীপ ঘোষের, জেনে নিন

অনুব্রতকে এবার তীব্র আক্রমণ দিলীপ ঘোষের, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তাঁর বিভিন্ন মন্তব্যের জেরে একাধিকবার তীব্র বিতর্ক সৃষ্টি করেছেন। তাঁর মুখের ‘ চরাম চরাম’, ‘ গুড় বাতাসা’, ‘শুটিয়ে লাল করে দেব’ ইত্যাদি বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলেছিল। গতকাল বীরভূমের এক বুথ কমিটির সভা থেকে তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূলে যোগদানের শর্ত ও পরামর্শ দিলেন। সেই সঙ্গে তাঁর প্রতি তিনি তীব্র কটাক্ষ করেন। এরপর অনুব্রত মণ্ডলের বক্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একে অপরকে একেবারে চাঁচাছোলা ভাষায় তুলোধোনা করলেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার বীরভূমের ইলামবাজারে এক বুথ কমিটির বৈঠকের আয়োজন করেছিল তৃণমূল। এই সভায় উপস্থিত হয়ে, বক্তব্য রেখেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই সভা থেকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বেশ কিছু শর্ত দিয়ে তৃণমূলে যোগদানের পরামর্শ দিয়েছিলেন তিনি। সেইসাথে বিজেপির রাজ্য সভাপতিকে তীব্র ভাষায় কটাক্ষও তিনি করেছিলেন।

গতকালের এই বুথ কমিটির সভা থেকে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হলেন এক বড় ভয়ঙ্কর ভাইরাস। তাঁর কথায়, তাঁর মত ভাইরাস পশ্চিমবঙ্গে আর নেই। তবুও তিনি দিলীপ ঘোষকে তৃণমূলে যোগদান করার আহ্বান জানান। তাঁকে তিনি তৃণমূলের বুথ কর্মীদের পাশে থাকতে বললেন। তাঁর কথায়, দিলীপ ঘোষ তৃণমূলে এলে তৃণমূলের বুথ কমিটির সদস্যরা তাকে দলে নিয়ে নেবেন। কিন্তু তিনি একজন ভয়ঙ্কর ভাইরাস। তাই তৃণমূলে যোগদানের পূর্বে স্যানিটাইজ করানো হবে তাঁকে। তাঁকে স্যানিটাইজ করে গোবর মাখিয়ে, ডোবার জলে স্নান করানোর নিদান দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের এই বক্তব্যের পর তাঁর বিরুদ্ধে পাল্টা আক্রমণ সানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের প্রতি তাঁকে বলতে শোনা গেল যে, এর পূর্বেও অনুব্রত মণ্ডল বহু ডায়লগ দিয়েছিলেন, কিন্তু কিছুই করেননি তিনি। একবার অনুব্রত মণ্ডল বলেছিলেন, ঢাক বাজাবেন। তখন তিনি বলেছিলেন যে, তাহলে ধামসা নিয়ে যাচ্ছেন তিনি। এরপর ঢাকের শব্দ শোনা যায়নি, তাই তিনিও ধামসা বাজান নি।

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি জানালেন যে, তাঁর ভলিউম খানিকটা কমে এসেছে। তাই তিনি মনে করছেন যে, ধীরে ধীরে তাঁর স্পিকারের কানেকশন বন্ধ হয়ে যেতে চলেছে। অনুব্রত মণ্ডলের প্রতি তিনি জানালেন যে, ডায়লগ বাজি করে কোন লাভ নেই। তিনি অভিযোগ করেছেন যে, বস্তায় বস্তায় বোমা উদ্ধার করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে ও তৃণমূল নেতাদের বাড়ি থেকে। এ কারণে বীরভূমের মানুষেরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা এই অবস্থা থেকে মুক্তি চাইছেন। তাঁদের এই অবস্থা থেকে মুক্তি দেবে বিজেপি।

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্য ক্ষমতা দখলের হ্যাটট্রিক করে রাজ্যের শাসন ক্ষমতাকে ধরে রাখতে তীব্র প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল। অন্যদিকে রাজ্যের মসনদ দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। এই আবহে দুই দলের দুই নেতার বক্তব্যকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল রাজ্যের রাজনীতি মহল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!