এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অনুব্রত-গড়ে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা! পুজোর মুখে আতঙ্কিত এলাকাবাসী, জানুন বিস্তারে

অনুব্রত-গড়ে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা! পুজোর মুখে আতঙ্কিত এলাকাবাসী, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের মাত্রা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। সংঘর্ষ, ধস্তাধস্তি, মারামারি, খুনোখুনি, বোমাবাজি এখন প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার দুপুরে বীরভূম জেলার সিউড়ির কাখুড়িয়ার বামুনপাড়ায় ঝোপের ভেতর থেকে তীব্র শব্দে দেখা দিল বিস্ফোরণ । বিস্ফোরণের তীব্র শব্দে কাছাকাছি বেশ কিছু বাড়ির কাঁচের জানালায় ধরে গেল চির। ঘটনাস্থলে উপস্থিত হলেন বেশকিছু মানুষ। যদিও কেউ হতাহত হয়নি এই বিস্ফোরণে।

অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত সিউড়ির কাখুড়িয়ার বামুনপাড়ায় তীব্র বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লো গতকাল দুপুরে। বোমা ফাটার তীব্র শব্দে বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে এলেন এলাকার বহু মানুষ। পুলিশকে জানানো হলে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, বামুনপাড়ায় একটি পুকুরের কাছে ঝোপের মধ্য থেকে এই বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তাঁরা। ঝোপের ভিতরে একটি জ্যারিকেনের মধ্যে রাখা হয়েছিল একাধিক বোমা। কোন ভাবে জ্যারিকেন সহ ফেটে যায় এই বোমা গুলি। কিন্তু কে বা কারা এই স্থানে বোমা রেখে গিয়েছিলো। তা এখনো জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এই বোমায় কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, এই ঝোপের পাশের রাস্তা দিয়ে তাঁরা সবসময় চলাফেরা করেন। তাই এই বিস্ফোরণে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা আশঙ্কা ছিল। এ সম্পর্কে পুলিস সুপার শ্যাম সিং জানিয়েছেন যে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জন্য কে বা কারা দায়ী সে বিষয় পুলিশ জানবার চেষ্টা করছে।

প্রসঙ্গত, ইতিপূর্বেও বোমা মজুত ও বিস্ফোরণের অভিযোগ এসেছিল বীরভূম জেলা থেকে। কিছুদিন আগে কলকাতার বেলেঘাটার একটি ক্লাবে ব্যাপক বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের তিনতলার আসবেস্টসের ছাদ। ভেঙে পড়ে ক্লাবের তিন তালার দেয়াল। এই বিস্ফোরণের পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ভাবে সরব হয়ে উঠে বিরোধীরা। এবার অনুব্রত গড়ে বোমা বিস্ফোরণ ঘটায় যথেষ্ট অস্বস্তিতে পড়তে হলো শাসকদল তৃণমূলকে। কারণ, বিরোধীরা আবার সরব হতে পারেন এই ঘটনায়। পুলিশ হন্যে হয়ে খুঁজছে ঘটনায় অভিযুক্তদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!